গুগল নয় এবার নেট অন হলেই ইয়াহুতে পা
ওয়েব দুনিয়ার সর্বাধিক প্রচলিত ব্রাউজার মজিলা ফায়ারফক্সের ডিফল্ট সার্চ ইঞ্জিন হতে চলেছে ইয়াহু। এর আগে মজিলা ফায়রফক্সের ডিফল্ট সার্চ ইঞ্জিন ছিল গুগল।
ওয়েব ডেস্ক: ওয়েব দুনিয়ার সর্বাধিক প্রচলিত ব্রাউজার মজিলা ফায়ারফক্সের ডিফল্ট সার্চ ইঞ্জিন হতে চলেছে ইয়াহু। এর আগে মজিলা ফায়রফক্সের ডিফল্ট সার্চ ইঞ্জিন ছিল গুগল।
মজিলা সিইও ক্রিস বিয়ার্ড জানিয়েছেন, "নতুন পাঁচ বছরের সঙ্গী হতে চলেছে ইয়াহু"। তিনি আরও জানান, "আমাদের নতুন ভাবনা ফায়ারফক্সকে অন্যমাত্রায় নিয়ে যাবে। আমাদের বিশ্বাস ফায়ারফক্স ব্যবহারকারীরা আরও ভালোভাবে যোগাযোগ করতে পারবে।"
ডিসেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম মজিলা শুরু করবে ইয়াহু সার্চ ইঞ্জিন দিয়ে। তবে আপনার ইচ্ছামতো গুগল, ইবে, বিং যে কোনও সার্চ ইঞ্জিন বা আপনার পচ্ছন্দের সাইটকেও ডিফল্ট ব্রাউজার করতে পারেন। ২০০৪ থেকে গুগল ছিল ফায়ারফক্সের ডিফল্ট ব্রাউজার।