আজ গুগলের ডুডলে পালিত ভারতের ৬৯তম স্বাধীনতা দিবস

আজ ১৫ অগাস্ট। ১৯৪৭ সালের এই দিনটাতে ইউনিয়ন ফ্ল্যাগকে নস্যাৎ করে স্বাধীন ভারতের আকাশে তেরঙার জয়যাত্রা শুরু হয়েছিল। ভারতের ৬৯তম স্বাধীনতা দিবস আজ গুগলের ডুডলেও।

Updated By: Aug 15, 2015, 11:36 AM IST
আজ গুগলের ডুডলে পালিত ভারতের ৬৯তম স্বাধীনতা দিবস

ওয়েব ডেস্ক: আজ ১৫ অগাস্ট। ১৯৪৭ সালের এই দিনটাতে ইউনিয়ন ফ্ল্যাগকে নস্যাৎ করে স্বাধীন ভারতের আকাশে তেরঙার জয়যাত্রা শুরু হয়েছিল। ভারতের ৬৯তম স্বাধীনতা দিবস আজ গুগলের ডুডলেও।

ব্রিটিশ সাম্রাজ্যবাদের হাত থেকে দেশকে মুক্ত করেছিলেন যে স্বাধীনতা সংগ্রামীরা আজ আরও একবার শ্রদ্ধার সঙ্গে তাঁদের মনে করার দিন।

ভারতের ৬৯তম স্বাধীনতা দিবসকে সম্মান জানিয়ে গুগল ইন্ডিয়ার হোমপেজে ফুটে উঠেছে মহাত্মা গান্ধীর নেতৃত্বে ১৯৩০ সালের ডান্ডি অভিযানের ছবি।

ডান্ডি অভিযান ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ব্রিটিশ রাজের বিরুদ্ধে এই অভিযানের পর থেকেই সারা দেশব্যাপী অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল। ৭৮ কংগ্রেস কর্মী এই ২৪০ মাইল মার্চে অংশ গ্রহণ করেছিলেন।

এই গুগল ডুডলটি তৈরি করেছেন লিও হং।

 

.