অনলাইনে ২.৫ লাখের কুর্তি! ৫০০ টাকাতেই পাওয়া যায়, হাসির রোল নেটদুনিয়ায়
'গড়িয়াহাটে ২৫০ টাকায় পেয়ে যাবেন', ট্রোল নেটিজেনদের
নিজস্ব প্রতিবেদন: সুতির কাজ করা উচ্চমানের লিনেনের কুর্তা (Kurta) অনলাইনে বিকোচ্ছে গুচি (Gucci)। কিন্তু দাম শুনলে কপালে উঠবে চোখ। ব্র্যান্ডেড পোশাক তাই দাম আড়াই লক্ষ টাকা। ছবি ভাইরাল (Viral) হতেই হাসির রোল নেটদুনিয়ায়। এক টুইটার ইউজার কুর্তার ছবি শেয়ার করে লেখেন এই কুর্তা তো ৫০০ টাকাতেই পাওয়া যায়। আর তারপরই আরও ভাইরাল হয় ছবি।
Sarojini Nagar se 250rs Mai milega dost.
— Shivleen (@shivleenk11) June 2, 2021
Rs. 250 at Dakhinapan and Gariahat
— Pri_C. (@SilentSilver05) June 1, 2021
গুচির অফিসিয়াল ওয়েবসাইটে ঐ কুর্তির দাম রাখা হয়েছে সাড়ে ৩ হাজার মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় দাম পড়বে প্রায় ২ লক্ষ ৫৫ হাজার টাকার মতো। এই দাম রেখে সোশাল মিডিয়ায় রীতিমতো ট্রোলড হল এই সংস্থা। কেউ বলেন 'এই কুর্তা ৫০০ টাকায় পেয়ে যাব।' তো কেউ জানান এই কুর্তার জন্য ১৫০ টাকার এক পয়সা বেশি খরচ করতে রাজি নন। গড়িয়াহাটে ২৫০ টাকায় পেয়ে যাবেন বলেও দাবি করেন একজন। দরদাম করলে দাম আরও কমবে বলে মজা করছেন তাঁরা। গুচ্চিকে উদ্দেশ্য করে একের পর এক ট্রোলিং করেই চলেছেন নেটাগরিকরা।
আরও পড়ুন: করোনাকালে কোনও বেতন নেননি Mukesh Ambani, কত প্যাকেজ জানেন?
আরও পড়ুন: CBSE এর বৈঠকে হঠাৎ হাজির Narendra Modi,শুনলেন পড়ুয়াদের উদ্বেগের কথা