কীভাবে সহজে জুতো পরিষ্কার রাখবেন

জামাকাপড়ে থেকে আমাদের প্রত্যেকেরই জুতো বেশি নোংরা হয়। তবু জুতোর দিকে বিশেষ নজর দেওয়ার সময় আমাদের কারও হাতে নেই। তাই কোথাও বেরোনোর আগে প্রত্যেক দিন জুতো পরিষ্কার করতে হয়। নাহলে ভালো পোশাকের সঙ্গে একেবারেই বেমানান লাগবে আপনাকে। কীভাবে জুতো পরিষ্কার করলে তা আপনার চারিত্রিক বৈশিষ্ঠকে আরও মজবুত করবে দেখে নিন।

Updated By: May 21, 2016, 02:44 PM IST
কীভাবে সহজে জুতো পরিষ্কার রাখবেন

ওয়েব ডেস্ক: জামাকাপড়ে থেকে আমাদের প্রত্যেকেরই জুতো বেশি নোংরা হয়। তবু জুতোর দিকে বিশেষ নজর দেওয়ার সময় আমাদের কারও হাতে নেই। তাই কোথাও বেরোনোর আগে প্রত্যেক দিন জুতো পরিষ্কার করতে হয়। নাহলে ভালো পোশাকের সঙ্গে একেবারেই বেমানান লাগবে আপনাকে। কীভাবে জুতো পরিষ্কার করলে তা আপনার চারিত্রিক বৈশিষ্ঠকে আরও মজবুত করবে দেখে নিন।

) প্রতি সপ্তাহে জুতো পালিশ করুন। এতে আপনার জুতো আরও অনেক বেশি দিন চলবে।

২) একই জুতো রোজ পরে বেরোবেন না। এতে একটা জুতোর ওপরেই বেশি চাপ পড়ে যায়। ফলে জুতো বেশিদিন টেকে না। তাই তিন-চার জোড়া জুতো ঘুরিয়ে ফিরিয়ে পরুন।

৩) জুতো সবসময় শুকনো রাখার চেষ্টা করুন। ভিজে অবস্থায় থাকলে তা থেকে জুতোর চামড়া খারাপ হয়ে যায়। ভিজে গেলেও ভালো করে রোদে শুকিয়ে তবে পরুন।

৪) মাসে কিংবা সপ্তাহে নয়, জুতো পরিষ্কার রাখুন রোজ রোজ। তবেই টেকসই হবে।

.