IBPS Recruitment 2021: ব্যাঙ্কে চাকরিতে বড় নিয়োগ, শুরু আবেদন প্রক্রিয়া, জানুন বিস্তারিত
কারা পারবেন আবেদন করতে?
নিজস্ব প্রতিবেদন: Bank Jobs Alert ব্যাঙ্কে চাকরির বড় সুযোগ। মোট ৭৮০০টি শূন্যপদে নিয়োগ করবে ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন বা IBPS। বৃহস্পতিবার শুরু হল আবেদন প্রক্রিয়া (Application Process)। যোগ্য় প্রার্থীরা ibps.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। চলতি বছরের ২৭ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদনকারীদের ন্যুনতম যোগ্যতা হিসেবে গ্র্যাজুয়েট হতে হবে। ২০ বছর থেকে সর্বোচ্চ ২৮ বছর বয়স পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। জেনারেল ক্যাটেগরির প্রার্থীদের আবেদন করতে গেলে দিতে হবে ৮৫০ টাকা। তপশীলি ও অন্যান্য সংরক্ষিত সম্প্রদায়ের আবেদনকারীদের দিতে হবে ১৭৫ টাকা।
আরও পড়ুন: ভারতের সবচেয়ে ধনী মহিলাদের তালিকা প্রকাশ, সম্পত্তির পরিমাণ দেখে তাজ্জব বনলেন নেটিজেনরা
চলতি বছরের ডিসেম্বরেই হবে প্রিলিমিনারি পরীক্ষা। ফলাফল জানানো হবে ডিসেম্বর বা ২০২২ এর জানুয়ারি মাসে। এরপর মেইনস হবে ২০২২ এর জানুয়ারি বা ফেব্রুয়ারিতে। মেধাতালিকা অনুযায়ী নিয়োগ হবে ২০২২ এর এপ্রিলে। অফিসিয়াল বিজ্ঞপ্তির জন্য প্রার্থীদের ওয়েবসাইটে নজর রাখতে অনুরোধ করেছে আইবিপিএস কর্তৃপক্ষ।