দেশে শিক্ষাক্ষেত্রে চরম পর্যায়ে বাড়ছে সরকারি হস্তক্ষেপ: নিজের নতুন বইতে ফের মোদীরাজের বিরুদ্ধে সরব অমর্ত্য সেন
ফের মোদী সরকারের বিরোধিতায় মুখ খুললেন অর্মত্য সেন। নতুন বই দ্য কান্ট্রি অব ফার্স্ট বয়েজ-এ নোবেলজয়ী অর্থনীতিবিদের দাবি, NDA জমানায় শিক্ষাক্ষেত্রে সরকারের হস্তক্ষেপ চরম পর্যায়ে পৌছেছে। মোদী সরকার ক্ষমতায় আসার পরই নালন্দা বিশ্ববিদ্যালয়ের মেন্টর গ্রুপের চ্যান্সেলর পদ ছাড়তে হয়েছিল তাঁকে। তিক্ততার শুরুটা সেখান থেকেই। তারপর থেকেই একাধিকবার মোদী সরকারের শিক্ষানীতি নিয়ে প্রশ্ন তুলেছেন অমর্ত্য সেন। এবার নতুন বই দ্য কান্ট্রি অব ফার্স্ট বয়েজে আরও বিস্ফোরক নোবেলজয়ী অর্থনীতিবিদ। নতুন এই বইটিতে দেশের ইতিহাস ও ভবিষ্যত নিয়ে আলোচনা করেছেন তিনি। তাঁর বিস্ফোরক অভিযোগ
ব্যুরো: ফের মোদী সরকারের বিরোধিতায় মুখ খুললেন অর্মত্য সেন। নতুন বই দ্য কান্ট্রি অব ফার্স্ট বয়েজ-এ নোবেলজয়ী অর্থনীতিবিদের দাবি, NDA জমানায় শিক্ষাক্ষেত্রে সরকারের হস্তক্ষেপ চরম পর্যায়ে পৌছেছে। মোদী সরকার ক্ষমতায় আসার পরই নালন্দা বিশ্ববিদ্যালয়ের মেন্টর গ্রুপের চ্যান্সেলর পদ ছাড়তে হয়েছিল তাঁকে। তিক্ততার শুরুটা সেখান থেকেই। তারপর থেকেই একাধিকবার মোদী সরকারের শিক্ষানীতি নিয়ে প্রশ্ন তুলেছেন অমর্ত্য সেন। এবার নতুন বই দ্য কান্ট্রি অব ফার্স্ট বয়েজে আরও বিস্ফোরক নোবেলজয়ী অর্থনীতিবিদ। নতুন এই বইটিতে দেশের ইতিহাস ও ভবিষ্যত নিয়ে আলোচনা করেছেন তিনি। তাঁর বিস্ফোরক অভিযোগ
NDA জমানায় কোনও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হিসাবে নিয়োগের সময় হিন্দুদের অগ্রাধিকার দেওয়া হয়
সরকার নিজেদের দৃষ্টিভঙ্গী শিক্ষাক্ষেত্রে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।
অর্মত্য সেনের মতে শুধু নালন্দা নয়, বেশিরভাগ বিশ্ববিদ্যালয়েই এমনটাই ঘটছে। ইউপিএ আমলেও শিক্ষাক্ষেত্র রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত ছিল না। কিন্তু, NDA আমলে তা চরমে পৌছছে।