বাজারে মন কেড়েছে LGর জি থ্রি

টেকনিক্যাল বিশেষজ্ঞরা মনে করেন, সবচেয়ে ভাল জিনিস তাঁদের জন্য বানানো উচিত যাঁরা তার অপেক্ষায় বসে থাকে। তাই প্রতিদিনই কোনও না কোনও স্মার্টফোনের নতুনত্ব প্রোডাক্ট আসছে বাজারে। তেমনই, এলজি নিয়ে এল জি থ্রি (G3)।

Updated By: Jul 22, 2014, 02:33 PM IST
বাজারে মন কেড়েছে LGর জি থ্রি
LG G3

কলকাতা: টেকনিক্যাল বিশেষজ্ঞরা মনে করেন, সবচেয়ে ভাল জিনিস তাঁদের জন্য বানানো উচিত যাঁরা তার অপেক্ষায় বসে থাকে। তাই প্রতিদিনই কোনও না কোনও স্মার্টফোনের নতুনত্ব প্রোডাক্ট আসছে বাজারে। তেমনই, এলজি নিয়ে এল জি থ্রি (G3)।

দামটা একটু বেশি হলেও রূপে, স্বাদে এক কথায় অপূর্ব। এলজি জি থ্রি বাজারে মাত্র ৪৭,৯৯০ টাকায় প্রথম প্রকাশ পেল। বাজারে এক সপ্তাহ চলার পর কেমন লাগছে এলজি জি থ্রি, জেনে নিন এক নজরে।

অ্যানড্রয়েড ফোন হিসাবে জি টু (G2) থেকে অনেক বেশি স্মার্ট এবং উন্নত। জি থ্রির ডিসপ্লে ৫.৫ইঞ্চি। এটি হল অ্যালট্রা এইচডি রেজল্যুশন (২৫৬০x১৪৪০)হিসেবে ভারতের স্মার্ট দুনিয়ার দ্বিতীয় ফোন। IPS LCD ডিসপ্লের দারুন ঔজ্জ্বল্য রয়েছে। তবে ডিসপ্লের রঙের তারতম্য দেখা যাবে যদি আপনি সর্বোচ্চ HD IPS অথবা AMOLED ডিসপ্লের সঙ্গে তুলনা করেন।

জি থ্রি ফোনের পিছন পুরোপুরি ধাতুর তৈরি। Xperia Z2 মতো সাউন্ড পেতে পারেন। তবে জি থ্রির বিশেষত্ব হল 'ফ্ল্যাট থিমে' আপনার মেনু ও অন্যান্য ফিচারগুলি পাবেন। আপনার ব্যক্তিগত ফোল্ডারকে লক করতে পারেন। স্টোরেজ ফাইল স্ক্যান করে অযাচিত ফাইল খুব সহজে ডিলিট করতে পারবেন। কম আলোয় জি থ্রি দিয়ে ভাল ফোটো তুলতে পারবেন। সব শেষে ব্যাটারি সেভাবে ভাল না হলেও এখনও পর্যন্ত বাজারে আসা স্মার্ট ফোনেদের মধ্যে অন্যতম। কিন্তু এটা বলে রাখা ভাল বিমা করতে গেলে যেমন লেখা থাকে ছোটো ছোটো করে সতর্কবানী, স্মার্ট ফোনের ক্ষেত্রেও সেটা অবশ্যই প্রযোজ্য।

Display
Form Factor Bar
Screen Type HD IPS Capacitive Touchscreen
Screen Size 5.5 inches
Screen Resolution 2560 x 1440
Number of Colours 16M
Protection Corning Gorilla Glass 3

 

Processor
Processor Quad Core
Speed 2.5 GHz

 

 

Memory
Internal Memory 16GB, 2GB RAM
Extendable Memory microSD, up to 128GB

 

Camera Features
Sensor Resolution 13MP
Video resolution / frame rate 1080p / 30fps
Video Recording Yes
Front facing camera 2.1MP

 

Display
OS Android
Version 4.4 (KitKat)
Bluetooth Features 4.0 (LE)
Messaging SMS, MMS, Email
GPS Yes, with A-GPS Support and GLONASS
USB Connector Yes
NFC Yes
Available Colours Metallic Black, Silk White, Shine Gold, Moon Violet, Burgundy Red

 

Carrier Networks
2G GSM 850/900/1800/1900 MHz
3G HSDPA 850/900/1700/1900/2100 MHz
4G Yes
Speed HSPA+ 42Mbps(DL) / 216Mbps(UL)

 

Data
GPRS Yes
EGPRS or EDGE EDGE
WiFi 802.11a/b/g/n/ac

 

Body
Dimensions 74.6 x 8.9 x 146.3 mm

 

Sound
Speakerphone 1W Speaker with Boost Amp
Audio connector 3.5mm

 

Battery
Type Li-Ion
Capacity(mAh) 3000
Talk Time with Standard Battery (Minutes) Up to 19 hrs (2G) / Up to 21 hrs (3G)
Standby Time with Standard Battery (Hours) Up to 565 hrs (2G) / Up to 553 hrs (3G)

 

After Sales Service
Warranty Period 1 Year

 

.