Maghi Purnima 2022: জানেন, মাঘী পূর্ণিমায় জন্মকুণ্ডলীর চন্দ্রদোষ কী ভাবে দূর হয়?

মাঘ মাসকে এমনিতেই খুব পবিত্র মাস বলে মনে করা হয়।

Updated By: Feb 15, 2022, 11:57 AM IST
Maghi Purnima 2022: জানেন,  মাঘী পূর্ণিমায় জন্মকুণ্ডলীর চন্দ্রদোষ কী ভাবে দূর হয়?

নিজস্ব প্রতিবেদন: মাঘ মাসকে এমনিতেই খুব পবিত্র মাস বলে মনে করা হয়। আর এই মাঘ মাসেই পড়ে এই বিশেষ পূর্ণিমা। 

মাঘী পূর্ণিমার দিনে উপবাস বিধেয়। না হলে নিরামিষ ভোজন। পাশাপাশি এদিন সত্যনারায়ণের ব্রত করার বিধি আছে। বলা হয়, এই তিথিতে সত্যনারায়ণের কাহিনি শ্রবণ এবং বাড়িতে এর আয়োজন করা বিশেষ ফলদায়ক। এতে সাংসারিক সকল প্রকার কষ্ট দূর হয়। 

বলা হয়, এদিন রাতে পূর্ণিমার চাঁদ দেখারও বিশেষ তাৎপর্য রয়েছে। অনেকেরই জন্মকুণ্ডলীতে চন্দ্রের দোষ থাকে। মাঘী পূর্ণিমার দিনে লক্ষ্মীর আরাধনা করলে কুণ্ডলীর সেই চন্দ্রদোষ দূর হয়। এমনিতেও এ রাতে লক্ষ্মীপুজোর প্রথা রয়েছে।

পঞ্জিকা অনুসারে আগামি কাল মাঘী পূর্ণিমার দিনে সূর্যোদয় হবে সকাল ৬ টা বেজে ৫৯ মিনিটে, সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা বেজে ১২ মিনিটে। চন্দ্রোদয় বিকেল ৫টা বেজে ৫৪ মিনিটে। শুভ যোগ রাত ৮ টা বেজে ৪৪ মিনিট পর্যন্ত চলবে। 

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: Horoscope Today: মেষের সুযোগ, হতাশ বৃষ; কেমন কাটবে আপনার দিন?

.