বাঞ্জি জাম্পের সময় ছিঁড়ল দড়ি! তারপর...দেখুন ভিডিয়ো

মাটি থেকে প্রায় ৩০-৪০ ফুট উঁচুতে থাকা অবস্থাতেই ছিঁড়ে গেল দড়ি! তারপর...

Edited By: সুদীপ দে | Updated By: Jul 26, 2019, 04:33 PM IST
বাঞ্জি জাম্পের সময় ছিঁড়ল দড়ি! তারপর...দেখুন ভিডিয়ো
সেই ভয়ঙ্কর মুহূর্ত!

নিজস্ব প্রতিবেদন: পোল্যান্ডের ডিনিয়ার একটি থিম পার্কে বাঞ্জি জাম্প করতে গিয়েছিলেন এক ব্যক্তি। প্রায় ৩৩০ ফুট উঁচু র্যাম্প থেকে লাফ দেন তিনি। সেই সময়েই ঘটে বিপত্তি। মাটি থেকে প্রায় ৩০-৪০ ফুট উঁচুতে থাকা অবস্থাতেই ছিঁড়ে গেল দড়ি। সোজা মাটির দিকে নেমে আসতে থাকেন ওই ব্যক্তি। নিচে এয়ার কুশন থাকায় প্রাণে বেঁচে যান ওই ব্যক্তি। তবে, তা সত্ত্বেও গুরুতর আহত হয়েছেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই ব্যক্তির শিড়দাঁড়ায় চোট লেগেছে বলে জানিয়েছেন চিকিত্সকরা। তবে, প্রাণ সংশয় নেই বলেই জানানো হয়েছে। এক প্রত্যক্ষদর্শীর ক্যামেরায় ধরা পড়েছে ঘটনার দৃশ্য। সেই ভিডিয়ো এখন রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখুন সেই ভয়ঙ্কর মুহূর্ত...

আরও পড়ুন: কর্মক্ষেত্রে বস-এর থেকেও বেশি মানসিক চাপ সৃষ্টি করে সহকর্মীরা, বলছে সমীক্ষা

ওই ব্যক্তিকে সোজা নিচে পড়তে দেখে আতঙ্কে চিত্কার করে ওঠেন প্রত্যক্ষদর্শীরা। প্রত্যক্ষদর্শীদের মত, এয়ার কুশনে পড়ায় প্রাণে বেঁচে গেলেন ওই ব্যক্তি। পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন তাঁরা। ঘটনায় ক্ষমা প্রার্থনা করে দুঃখ প্রকাশ করেছে থিম পার্কটির পরিচালক সংস্থা। এই ধরণের ঘটনা এড়াতে ভবিষ্যতে আরও সতর্কতা নেওয়া হবে বলে জানায় তারা। তার পাশাপাশি আহত ব্যক্তির চিকিত্সার দিকেও নজর রাখছে পার্ক কর্তৃপক্ষ।

.