Margashirsha Amavasya: চলছে মার্গশীর্ষ অমাবস্যা! জেনে নিন, কেন এই তিথি অতি বিশিষ্ট...
Margashirsha Amavasya 2022:গোটা মার্গশীর্ষ মাস তথা অগ্রহায়ণ মাসটি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি উৎসর্গীকৃত। এই কারণে মার্গশীর্ষ অমাবস্যাকে কৃষ্ণ অমাবস্যাও বলা হয়।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মার্গশীর্ষ অমাবস্যা অতি বিশিষ্ট এক অমাবস্যা। আজ, বুধবার সারাদিন এই অমাব্যা চলছে। এই তিথি থাকবে আগামীকাল ভোর পর্যন্ত।
মার্গশীর্ষ অমাবস্যার তিথি:
পড়েছে সকাল ৬টা ৫৩ মিনিটে। থাকবে আগামী কাল, বৃহস্পতিবার ভোর ৪টে ২৬ মিনিট পর্যন্ত।
মার্গশীর্ষ অমাবস্যার তাৎপর্য:
এই অমাবস্যায় পিতৃপুরুষকে জলদান করা যায়। এই তিথি শ্রাদ্ধকর্ম বা পিতৃতর্পণের জন্য খুবই পবিত্র। বলা হয়, যদি কুণ্ডলীতে কোনও পিতৃদোষ থাকে, তবে এই তিথিতে তা কাটিয়ে ফেলা যায়। পরিবারের জ্যেষ্ঠ সন্তান এদিন তাঁর পিতা তথা পিতৃপুরুষদের উদ্দেশে জলদান বা পিণ্ডদান করেন। মনে করা হয়, এই দিনে উত্তরপুরুষের কাছ থেকে জল বা পিণ্ড পেলে মুক্তি পেয়ে শান্তি লাভ করেন পিতৃপুরুষ। প্রসঙ্গত, কালসর্প দোষ থাকলে তার পূজাও এই তিথিতে হয়।
আরও পড়ুন: Sanitary pads: বিপন্ন মেয়েরা! স্যানিটারি ন্যাপকিনে ক্যানসারের ডাক...
কী ভাবে পালন করা হয় এই মার্গশীর্ষ অমাবস্যা?
যাঁরা এই অমাবস্যা পালন করতে চান এদিন তাঁরা ভোরবেলা উঠে স্নান করে কাচা পোশাক পরেন
তার পর পিতৃপুরুষদের উদ্দেশ্যে একটি ঘিয়ের দীপ জ্বালানো বিধি
যাঁরা তর্পণ করতে চান, তাঁরা তর্পণ এবং যাঁরা শ্রাদ্ধ করতে চান তাঁরা শ্রাদ্ধ করেন
এদিন ব্রাহ্মণভোজন করানোরও বিধি আছে
শেষে দরিদ্রকে দানধ্যান করার রীতিও আছে
গোটা মার্গশীর্ষ মাস তথা অগ্রহায়ণ মাসটি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি উৎসর্গীকৃত। এই কারণে মার্গশীর্ষ অমাবস্যাকে কৃষ্ণ অমাবস্যাও বলা হয়।