Parsva Ekadashi 2022: ভগবান বিষ্ণু আজ তাঁর অনন্তশয্যায় শয়নভঙ্গি পরিবর্তন করেন...
ভগবান বিষ্ণু এই বিশ্বের পালক। তিনি এ বিশ্বের ভালো-মন্দের ভারসাম্য বজায় রাখেন। পুণ্যবানকে ভরিয়ে দেন আশীর্বাদে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভগবান বিষ্ণুর নামে উৎসর্গীকৃত এই একাদশী অতি পুণ্য এক একাদশী হিসেবে স্বীকৃত। এই একাদশীর অন্য নামও আছে-- পরিবর্তিনী একাদশী। এই দিনে বিষ্ণুভক্তেরা উপবাস করে থাকেন। দ্বাদশীর দিনে ভঙ্গ হয় এই উপবাস। ভাদ্রমাসের শুক্লপক্ষের একাদশতম দিনে এই একাদশী পড়ে। সত্য ও ন্যায়ের প্রতীক বিষ্ণুর বামন অবতারের আরাধনা করা হয় এই একাদশীতে। তিনি এদিন তাঁর ভক্তদের স্বাস্থ্য সম্পদ সুখ ও উন্নতি বিধান করে থাকেন।
কখন পড়ছে এই তিথি
একাদশী শুরু হয়েছে আজ, মঙ্গলবার ৬ সেপ্টেম্বর সকাল ৫টা ৫৪ মিনিটে
একাদশী তিথি শেষ হচ্ছে আগামীকাল ৭ সেপ্টেম্বর রাত ৩টে ০৪ মিনিটে
ব্রতের পারণ থাকছে ৭ সেপ্টেম্বর সকাল ৮টা ১৯ থেকে ৮টা ৩৪ মিনিট।
আরও পড়ুন: Mahalakshmi Vrat: শুরু হচ্ছে মহালক্ষ্মী ব্রতের উদযাপন, জেনে নিন দিন-তিথি...
এই একাদশীর তাৎপর্য
ভগবান বিষ্ণু এই বিশ্বের পালক। তিনি এ বিশ্বের ভালো-মন্দের ভারসাম্য বজায় রাখেন। বলা হয় বিষ্ণু এদিন বাঁদিক থেকে ডানদিকে পাশ ফেরেন। তাই এই একাদশীর নাম পার্শ্ব একাদশী। তবে ভারতের বিভিন্ন প্রদেশে এর বিভিন্ন রকম নাম। বামন একাদশী, পদ্ম একাদশী।
কী ফল লাভ হয় এই একাদশীতে
এই একাদশী ব্রত যথাযথ পালন করলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যান ভক্তেরা।
কী মন্ত্র এই একাদশীর
ওঁ নমো ভাগবতে বাসুদেবায়, নমঃ
শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি
হে নাথ নারায়ণ বাসুদেবায়