রেস্তোরাঁ নয় ক্রিসমাস পার্টির জন্য সাজিয়ে নিন বাড়িকেই
রাত পোহালেই ক্রিসমাস। তাই আজ থেকেই পার্টি মুডেই রয়েছেন সকলেই। কিন্তু রাস্তাতে বা দামী কোনও রেস্তোরাঁতে গিয়ে পার্টি করার চেয়ে বাড়িতে সকলের সঙ্গে পার্টি করতেই বেশি সচ্ছন্দবোধ করেন অনেকেই। তবে বাড়িকে কীভাবে ক্রিসমাস পার্টির জন্য প্রস্তুত করবেন তা দেখে নেওয়া যাক এবার...
ওয়েব ডেস্ক: রাত পোহালেই ক্রিসমাস। তাই আজ থেকেই পার্টি মুডেই রয়েছেন সকলেই। কিন্তু রাস্তাতে বা দামী কোনও রেস্তোরাঁতে গিয়ে পার্টি করার চেয়ে বাড়িতে সকলের সঙ্গে পার্টি করতেই বেশি সচ্ছন্দবোধ করেন অনেকেই। তবে বাড়িকে কীভাবে ক্রিসমাস পার্টির জন্য প্রস্তুত করবেন তা দেখে নেওয়া যাক এবার...
১. বিয়ার খান কফি মাগে
ক্রিসমাস পার্টি মানেই সেই ওয়াইন গ্লাসে ওয়াইন খাওয়া এবং বিয়ার মাগে বিয়ার খাওয়ার দিন এখন শেষ। পার্টির মনোভাব গড়ে তুলতে গেলে কফি মাগে বিয়ার দিতেই পারেন এবং সিরিঞ্জের মধ্যে শটস দিলে আপনার গেষ্টদেরও কিন্তু একটু অন্য রকমই লাগবে। তবেই না আসবে পার্টির ফিলিঙ্গস!
২. কাগজের কাপের তৈরি আলো
কাগজের কাপ দিয়ে তৈরি করে নিতে পারেন আলো। যার ফলে একটা আলো-আঁধারি খেলা তৈরি হবে। অন্য দামী আলোর থেকে এই আলো আপনাকে আপনার বন্ধুদের কাছে করে তুলবে জনপ্রিয়।
৩. পার্টি মানেই রক সঙ্গ
পার্টি মানেই সেখানে গান চলবে। পার্টিকে অন্যরকম আনন্দ দেওয়ার জন্য রক কোনও গান চালাতেই পারেন। সেখানে ধীর গান না চালিয়ে রক করে দিতে পারেন আপনার ক্রিসমাস পার্টিকে।
৪. ফটো বুথ
ফটো বুথ রাখতে পারেন। যেখানে আপনার বন্ধুরা এসে ফটো তুলতে পারবে। এটা এই ভাবে পার্টির মুডে ফটো তোলাও হবে এবং পার্টির মুহূর্তগুলোকে ধরে রাখাও যাবে।
৫. প্রেজেন্টেশন পিলো কভার
পিলো কভারগুলোতে পরিয়ে নিতে পারেন প্রেসেন্টেসান কুশন। এতে খানিকটা অন্যরকম দেখতে লাগবে বটে। তাও পার্টি মানেই তো সেই গিফট। কুশনকেই যদি গিফট বানিয়ে নেওয়া যায় তাহলে ক্ষতি কি।
৬. লজেন্সের তৈরি ফুলদানি
ক্যান্ডির লাঠি দিয়ে বানিয়ে নিতে পারেন ফুলদানি। তারপর ট্রেজার হান্ট গেম খেলতে পারেন। যে সব থেকে কম সময়ের মধ্যে খুঁজে বের করতে পারবে তাকে গিফট করতে পারেন ওই ফুলদানি।
৭. চেয়ারের পায়ে ক্রিসমাস মোজা
চেয়ারের পায়ে পরিয়ে নিতে পারেন লালো সবুজ রঙা মোজা। ক্রিসমাসের মুড বানাতে এই আইডিয়া একদম অভিনব।