নিজের আত্মজীবনী লিখবেন না সলমন খান, কারণ জানালেন নিজেই

তিনি সলমন খান। বলিউডের অন্যতম বিতর্কিত এবং বর্ণময় চরিত্র। কিন্তু সেই তিনিই নাকি নিজের আত্মজীবনী লিখতে চান না! হ্যাঁ, ঠিকই পড়লেন। আসলে সম্প্রতি আশা পারেখ তাঁর আত্মজীবনী 'দ্য হিট গার্ল' লিখেছেন। এবং সেই বই প্রকাশ অনুষ্ঠানে এসেছিলেন সলমন খানও। তাই সেখানে প্রশ্ন ওঠে যে, ভাইজান নিজে কবে আত্মজীবনী লিখছেন? সলমন বলেন, 'আমার মনে হয় না আমি এখানে আসার যোগ্য বা এই বিষয়ে কথা বলার যোগ্য। আসলে আশা আন্টি আমার পরিবারের খুব কাছের মানুষ। তাই আসতেই হল। এবং এখানে আসতে পেরে আমি গর্বিত। আর নিজের আত্মজীবনী লেখা খুবই কঠিন। জীবনের সব কথা বলা আরও কঠিন। আমার মনে হয় এখানে উপস্থিত ধর্মেন্দ্র আঙ্কেল আমার কথার মানে বুঝতে পারছেন।'

Updated By: Apr 11, 2017, 01:47 PM IST
নিজের আত্মজীবনী লিখবেন না সলমন খান, কারণ জানালেন নিজেই

ওয়েব ডেস্ক: তিনি সলমন খান। বলিউডের অন্যতম বিতর্কিত এবং বর্ণময় চরিত্র। কিন্তু সেই তিনিই নাকি নিজের আত্মজীবনী লিখতে চান না! হ্যাঁ, ঠিকই পড়লেন। আসলে সম্প্রতি আশা পারেখ তাঁর আত্মজীবনী 'দ্য হিট গার্ল' লিখেছেন। এবং সেই বই প্রকাশ অনুষ্ঠানে এসেছিলেন সলমন খানও। তাই সেখানে প্রশ্ন ওঠে যে, ভাইজান নিজে কবে আত্মজীবনী লিখছেন? সলমন বলেন, 'আমার মনে হয় না আমি এখানে আসার যোগ্য বা এই বিষয়ে কথা বলার যোগ্য। আসলে আশা আন্টি আমার পরিবারের খুব কাছের মানুষ। তাই আসতেই হল। এবং এখানে আসতে পেরে আমি গর্বিত। আর নিজের আত্মজীবনী লেখা খুবই কঠিন। জীবনের সব কথা বলা আরও কঠিন। আমার মনে হয় এখানে উপস্থিত ধর্মেন্দ্র আঙ্কেল আমার কথার মানে বুঝতে পারছেন।'

আরও পড়ুন এবার কি ধরকন রিমেক হবে? কী জানালেন শিল্পা শেঠ্ঠি?

সলমন খান আরও বলেন, 'সেই সময় দেখেছি, আশা আন্টি, শায়রা আন্টি, হেলেন আন্টিদের মধ্য খুবই সখ্যতা ছিল। ওরা দুর্দান্ত জীবন উপভোগ করেছে। আজকের দিনের অভিনেত্রীরা এগুলো মিস করল। ওরা এটা শিখতে পারে।' প্রসঙ্গত, আশা পারেখের বইপ্রকাশ অনুষ্ঠানে সলমন খান ছাড়াও হাজির ছিলেন তাঁর বাবা সেলিম খান, ধর্মেন্দ্র, জীতেন্দ্র, ওয়াহিদা রহমান, জ্যাকি শ্রফ, হেলেন, অর্পিতা খান এবং ইমরান খানের মতো তারকারা। অনুষ্ঠানে আশা পারেখ বলেন, 'যেদিন প্রথম মনে হল, আমার আত্মজীবনী লিখব, সেদিন থেকেই ব্যাপারটা খুবই রোমাঞ্চকর লেগেছিল। আমি এই বইতে কিছুই গোপন করিনি। আমার ভক্তদের হতাশ করিনি।'

আরও পড়ুন  আমির খানের ‘সিক্রেট সুপারস্টার’ ছবির মুক্তির দিন পিছিয়ে গেল

.