বিজ্ঞানই বলছে, মৃত মানুষকে বাঁচিয়ে তোলা সম্ভব!

মৃত মানুষকে কি বাঁচিয়ে তোলা সম্ভব? এতদিন পর্যন্ত উত্তর ছিল, না। কিন্তু, বিজ্ঞানের আরও আধুনিক গবেষণা বলছে, হ্যাঁ সম্ভব। মৃত মানুষকে বাঁচিয়ে তোলা সম্ভব। আরও বলা হচ্ছে, মৃত্যুর মিনিট তিনেক পরও মৃতদেহে বেঁচে থাকে চেতনা।

Updated By: May 9, 2016, 03:35 PM IST
বিজ্ঞানই বলছে, মৃত মানুষকে বাঁচিয়ে তোলা সম্ভব!

ওয়েব ডেস্ক : মৃত মানুষকে কি বাঁচিয়ে তোলা সম্ভব? এতদিন পর্যন্ত উত্তর ছিল, না। কিন্তু, বিজ্ঞানের আরও আধুনিক গবেষণা বলছে, হ্যাঁ সম্ভব। মৃত মানুষকে বাঁচিয়ে তোলা সম্ভব। আরও বলা হচ্ছে, মৃত্যুর মিনিট তিনেক পরও মৃতদেহে বেঁচে থাকে চেতনা।

কী বলছে আধুনিক চিকিত্সাবিজ্ঞান?

কখনও কখনও মানুষের ব্রেন ডেড হয়ে যায়। সাড়া দেয় না মস্তিষ্ক। কিন্তু তখনও প্রাণের স্পন্দন থামে না। সেসব ক্ষেত্রে যদি ওই মস্তিষ্ককে আবার বাঁচিয়ে তোলা যায়, তাহলেই আবার বেঁচে উঠতে পারে মানুষটি। কোনও অঙ্গ ক্ষতিগ্রস্ত হলে, পুনরায় সেই অঙ্গ আবার নিজেরাই তৈরি করতে পারে সরীসৃপ প্রাণীরা। চেষ্টা চলছে, সেভাবেই মস্তিষ্কের কোষও যদি নিজেরাই আবার তৈরি হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের বায়োকয়ার্ক বায়োটেক কোম্পানি এখন এই নিয়েই পরীক্ষানিরীক্ষা চালাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের উত্তরাখণ্ডেও চালানো হবে এই পরীক্ষা। মোট ২০ জন ব্রেন ডেড ব্যক্তির দেহের উপর এই পরীক্ষা চলবে।

# একটি ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী।

.