১ সেপ্টেম্বর লাগবে বড় ধাক্কা! বদলে যাচ্ছে বহু নিয়ম, পকেটে টান সাধারণ মানুষের

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের গ্রাহকদের ৩১ অগস্টের মধ্যে তাদের কেওয়াইসি আপডেট করতে হবে। গ্রাহকরা যদি তা না করেন তাহলে তাঁদের অ্যাকাউন্ট ব্লক করা হবে। এর অর্থ হল গ্রাহকরা এই ব্যাংকে তাদের অ্যাকাউন্ট ব্যবহার করতে সমস্যায় পড়তে পারেন।

Updated By: Aug 30, 2022, 07:54 AM IST
১ সেপ্টেম্বর লাগবে বড় ধাক্কা! বদলে যাচ্ছে বহু নিয়ম, পকেটে টান সাধারণ মানুষের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আর মাত্র দুই দিন পরেই শুরু হবে নতুন মাস। আর এই সেপ্টেম্বর থেকেই শুরু হবে নতুন নিয়ম। নতুন মাস শুরু হওয়ার সঙ্গেই অনেক বিশেষ পরিবর্তন ঘটবে। ব্যাংকিং, টোল-ট্যাক্স এবং সম্পত্তি সহ বিভিন্ন ধরণের পরিষেবাগুলিতে নিয়মের পরিবর্তন হতে চলেছে। এর সরাসরি প্রভাব পরতে চলেছে আপনার পকেটের উপর। এছাড়া গ্যাস সিলিন্ডারের দামও বাড়তে পারে বলে জানা গিয়েছে। তাই সেপ্টেম্বর মাসের প্রথম দিন আসার আগেই জেনে নিন কোন কোন নিয়মে পরিবর্তন আসতে চলেছে।

বাড়বে টোল ট্যাক্স

যমুনা এক্সপ্রেসওয়েতে টোল ট্যাক্সের পরিমাণ বাড়তে চলেছে অর্থাৎ সেপ্টেম্বর মাসের প্রথম দিন থেকে যাত্রীদেরকে আরও বেশি পরিমাণ ট্যাক্স দিতে হবে। ছোট গাড়ির মালিক যেমন গাড়ি চালকদের এই এক্সপ্রেসওয়ে দিয়ে ভ্রমণ করতে প্রতি কিলোমিটারে ১০ পয়সা বেশি দিতে হবে। একইসঙ্গে বাণিজ্যিক যানবাহনের ক্ষেত্রে ৫২ পয়সা বেশি টোল ট্যাক্স দিতে হবে।

পিএনবি-র গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের গ্রাহকদের ৩১ অগস্টের মধ্যে তাদের কেওয়াইসি আপডেট করতে হবে। গ্রাহকরা যদি তা না করেন তাহলে তাঁদের অ্যাকাউন্ট ব্লক করা হবে। এর অর্থ হল গ্রাহকরা এই ব্যাংকে তাদের অ্যাকাউন্ট ব্যবহার করতে সমস্যায় পড়তে পারেন।

আরও পড়ুন: Second Pregnancy: স্তন্যদানের মধ্য়েই গর্ভধারণ, সম্ভব? কী বলছেন চিকিৎসকরা?

বীমা পলিসির প্রিমিয়াম কমা

আইআরডিএআই জানিয়েছে যে ১ সেপ্টেম্বর থেকে পলিসির প্রিমিয়াম কমবে। সাধারণ বীমার নিয়মে আইআরডিএআই পরিবর্তন করার পরে, গ্রাহকদের এখন ৩০ থেকে ৩৫ শতাংশের পরিবর্তে এজেন্টকে শুধুমাত্র ২০ শতাংশ কমিশন দিতে হবে। এতে মানুষের প্রিমিয়াম কমে যাবে।

বাড়ি কেনা ব্যয়বহুল হবে

এছাড়াও, আপনি যদি একটি বাড়ি কেনার পরিকল্পনা করেন তবে আপনাকে আরও বেশি অর্থ ব্যয় করতে হবে। সরকার গাজিয়াবাদে সার্কেল রেটের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সার্কেল রেট মূল্য দুই থেকে চার শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্পত্তির বর্ধিত সার্কেল রেট ১ সেপ্টেম্বর ২০২২ থেকে প্রযোজ্য হবে।

গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন

এছাড়া সরকারি তেল কোম্পানিগুলি প্রতি মাসের প্রথম তারিখে গ্যাস সিলিন্ডারের দাম নতুন করে নির্ধারণ করে। তাই এবারও গ্যাস সিলিন্ডারের নতুন দাম ১ সেপ্টেম্বর জারি করা হবে। ফলত গ্যাস সিলিন্ডারের দামের ক্ষেত্রের বৃদ্ধি অথবা হ্রাস যেকোনঅটাই হতে পারে বলে মনে করা হচ্ছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.