জন্মাষ্টমীতে শিল্পী সুদর্শন পট্টনায়েকের বালি দিয়ে তৈরি ভগবান শ্রীকৃষ্ণের ভাস্কর্যটা দেখেছেন?
ওয়েব ডেস্ক: জন্মাষ্টমী । ভগবান শ্রী কৃষ্ণের জন্ম উত্সব। সারা দেশের মানুষ জন্মাষ্টমীর উত্সবকে কেন্দ্র করে মেতে রয়েছেন। জন্মাষ্টমীর পবিত্র উত্সবকে আরও কিছুটা বাড়িয়ে দিলেন স্যান্ড আর্টিস্ট সুদর্শন পট্টনায়েক । বালি দিয়ে তিনি কৃষ্ণের ভাস্কর্য তৈরি করলেন। আর সেই ভাস্কর্যের ছবি সোশ্যাল মিডিয়া টুইটারে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিলেন।
আজ জন্মাষ্টমী, ধর্মবিশ্বাসীদের কাছে এটা গীতা প্রণেতা শ্রীকৃষ্ণের জন্মদিন
প্রসঙ্গত, এবছর ১৪ আগস্ট সন্ধে ৭টা ৪৫ থেকে অষ্টমী তিথি শুরু হচ্ছে। চলবে ১৫ আগস্ট বিকেল ৫টা ৩৯ পর্যন্ত। বলা হয় যে, ভগবান শ্রী কৃষ্ণ মধ্যরাতে জন্মগ্রহণ করেছিলেন। তাই সেই হিসেবে পূণ্যার্থীরা সারাদিন উপবাস করে থাকেন। এবং রাত ১২টার পর কৃষ্ণের জন্মের সময়কালের পরে উপবাস ভঙ্গ করেন।
কৃষ্ণের ননী চুরির আসল মানে কি জানেন? জানুন পূরাণে কী বলছে
May Lord Krishna with happiness, joy and peace. Happy #Janmashtami to everyone. My SandArt at Puribeach in Odisha pic.twitter.com/WTcV7UMjRH
— Sudarsan Pattnaik (@sudarsansand) August 14, 2017