ধনুতে প্রবেশ সূর্যের! কেউ হবেন বড় নেতা, কেউ পাবেন চাকরি; জেনে নিন কোন রাশিতে প্রাপ্তি

জ্যোতিষবিদ্যায় এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।

Updated By: Dec 13, 2021, 07:51 PM IST
ধনুতে প্রবেশ সূর্যের! কেউ হবেন বড় নেতা, কেউ পাবেন চাকরি; জেনে নিন কোন রাশিতে প্রাপ্তি

নিজস্ব প্রতিবেদন: সূর্যই হল সমস্ত গ্রহের আত্মা। সূর্যের সঙ্গে সমস্ত রাশিগুলি সম্পর্কযুক্ত। এই সময়ে সূর্য ধনুরাশিতে প্রবেশ করবে। জ্যোতিষবিদ্যায় এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এ সময়ে বিভিন্ন রাশিচক্রের উপর সূর্যের এই ভ্রমণের ভিন্ন ভিন্ন প্রভাব পড়বে। 

মেষ: সৌভাগ্য়ের সূচনা হবে, অর্থনৈতিক উন্নতি হবে, পরিবার সামগ্রিক ভাবে ভালো থাকবে। 

বৃষ : অর্থপ্রাপ্তির যোগ আছে। বেকারদের কর্মপ্রাপ্তির যোগ। তবে জীবনযাপন স্বাভাবিক রাখতে হবে। মাতৃস্থানীয়ার স্বাস্থ্যহানির আশঙ্কা, অর্থক্ষয়।

মিথুন: রাগ সংযত করতে হবে। দাম্পত্য সম্পর্ক মধুর থাকবে। চাকুরিজীবীদের জন্য সুখবর। অসুস্থতার আশঙ্কা। পেশির টান ভোগাতে পারে।

কর্কট: আইনি লড়াইয়ে ইতিবাচক অবস্থান। কর্মপ্রার্থীদের শুভ। পড়াশোনায় উন্নতি। অর্থ বিনিয়োগের জেরে প্রাপ্তি। পরিবারের শিশুদের বিশেষ যত্ন নিতে হবে। 

সিংহ: সবেতেই ভাগ্যের সহায়তা পাওয়া যাবে। পরীক্ষায় ভালো ফলের সম্ভাবনা। কর্মে শুভ। সম্পর্কে অবনতি।

কন্যা: মানসিক চাপ বাড়বে। মাতৃস্থানীয়ার সঙ্গে বিরোধ। স্বাস্থ্য নিয়ে সচেতন থাকতে হবে। পারিবারিক অশান্তির যোগ। তীর্থযাত্রার যোগ।

তুলা: শত্রুদের হাত থেকে মুক্তি। স্বাস্থ্য ভালো থাকবে। জীবন খুবই উপভোগ্য হবে। প্রয়োজনীয় আর্থিক সহায়তা মিলবে। প্রভাবশালী ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব তৈরি হবে।

বৃশ্চিক: সরকারি স্কিমের সুফল লাভ। মানসিক চাপ বাড়বে। সম্পত্তি ক্রয়ের যোগ।

ধনু: কর্মে উন্নতি। রাজনৈতিক কেরিয়ারে শুভযোগ। সামাজিক সম্মান বৃদ্ধি। পেটের সমস্যা।

মকর: স্বাস্থ্যের অবনতি, অর্থব্যয়। অনিদ্রা, ক্ষীণ দৃষ্টিশক্তি, পেটের সমস্যায় ভোগান্তি। বৈদেশিক বাণিজ্যের যোগ।

কুম্ভ: কর্মে উন্নতি, চাকুরিজীবীদের বেতনবৃদ্ধি। 

মীন: গলার সমস্যা দেখা দেবে। অর্থনৈতিক উন্নতি হবে।

(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: বছরের এই বিশেষ দিনটিতে যমপুজো না করলে কী ক্ষতি হয় জানেন?

.