জানেন কাদের বিয়েতে বাধা আসতে পারে?

জ্যোতিষশাস্ত্র মতে, বিবাহিত জীবন কষ্টপূর্ণ বা বিবাহে বিলম্বের ক্ষেত্রে শনিদেবই সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা নেন।

Updated By: Oct 12, 2018, 06:05 AM IST
জানেন কাদের বিয়েতে বাধা আসতে পারে?

কথায় আছে, জন্ম, মৃত্যু, বিবাহ...এই তিনটি বিষয়ে আমাদের কোনও নিয়ন্ত্রণ নেই। এ সবই পূর্ব নির্ধারিত। যাকে ভালবাসেন, যার সঙ্গে আপনার প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে, বিয়ে কি তার সঙ্গেই হবে? নাকি পরিবারের পছন্দমতো কোনও সম্পর্ক এগোবে বিয়ের দিকে! জ্যোতিষশাস্ত্রে এ বিষয়ে নির্দিষ্ট ব্যাখ্যা রয়েছে। কিন্তু এমন অনেকের সঙ্গেই ঘটে যে, পাত্র বা পাত্রী নিজের পছন্দ মতো হোকা বা পরিবারের পছন্দমতো, বিয়ে ভেঙে যায়। অনেক ক্ষেত্রে তা বিয়ের পূর্বেই, কখনও আবার বিয়ের মাস খানেক বা বছর খানেকের মধ্যেই। অর্থাত্, স্বপ্ন তার পরিনতি পায় না। জ্যোতিষশাস্ত্র মতে, বিবাহিত জীবন কষ্টপূর্ণ বা বিবাহে বিলম্বের ক্ষেত্রে শনিদেবই সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। শাস্ত্রের ব্যাখ্যা অনুযায়ী, সপ্তম-পতির স্থিতি বিবাহের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ষষ্ঠপতি যদি ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ ভাবে থাকে তাহলে প্রায় বিবাহ জীবন কষ্টপূর্ণ হয়। কাদের বিবাহে বাধা আসতে পারে জেনে নিন, এ সম্পর্কে ঠিক কী বলছে জ্যোতিষশাস্ত্র।

১) ষষ্ঠ-ভাবে যদি শনি থাকে এবং অষ্টম-ভাবে যদি রবি এবং অষ্টম-পতি যদি নির্বল থাকে তাহলে বিবাহে বিলম্ব হয়।

২) শনি যদি সপ্তম-ভাবে স্বগৃহে এবং যদি রবি থেকে সপ্তমস্থ থাকে তাহলে বিবাহে বাধা অবশ্যই আসবে।

৩) বুধ এবং কেতু লগ্নে থাকলে।

৪) ররবি এবং শনি সম্বন্ধ লগ্নে থাকলে বিবাহে বাধা আসে।

৫) রবি যদি সপ্তম-ভাবে থাকে, আর শনির যদি তার ওপর দৃষ্টি থাকে অর্থাৎ শনি যদি লগ্নে পঞ্চম-ভাবে অথবা দশম-ভাবে থাকে তাহলে বিবাহে বাধা হতে পারে।

৬) সপ্তমে শনি এবং কেতু থাকলে।

৭) চন্দ্র সপ্তম-ভাবে এবং শনি লগ্নে থাকলে অথবা সপ্তম-ভাবে শনি এবং চন্দ্রের যোগ বিলম্বিত বিবাহের কারক।

৮) সপ্তমে পাপগ্রহ থাকলে অথবা সপ্তম পাপ দৃষ্টি হলে বিবাহে বাধা আসে।

৯) লগ্নে বৃহস্পতি, শুক্র এবং বুধ বক্রী থাকলে বিবাহে বাধা আসে।

১০) অষ্টম-পতি সপ্তমে থাকলে অথবা সপ্তম-পতি যদি অষ্টমে থাকে।

১১) সপ্তম-পতি জন্মলগ্ন অথবা সপ্তম-ভাবে ত্রিকোণ ভাবে (ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ-ভাব) অর্থাৎ জন্মলগ্ন থেকে দ্বিতীয়, ষষ্ঠ ও অষ্টম অথবা দ্বাদশ-ভাবে থাকেলে বিবাহে বিলম্ব আসতে পারে।

১২) রবি, রাহু এবং নির্বল চন্দ্র সপ্তম-ভাবে থাকলে বিবাহ বাধা প্রাপ্ত হয়।

১৩) শনি সপ্তমে থাকলে অথবা সপ্তমে দৃষ্টি থাকলে অথবা সপ্তম-পতির সঙ্গে যুক্ত থাকলে অথবা সপ্তম-পতির ওপর দৃষ্টি থাকলে বিবাহে বাধা আসে।

.