Viral: ফুচকা বিক্রি করে ভাইরাল! তবে শুধু খাবারের জন্য নয়, নেটদুনিয়া মজে তাঁর ইংরাজিতে

একজন ফুচকা বিক্রেতা ইংরেজিতে কথা বলছেন এবং দেদার বিকোচ্ছে ফুচকা।

Updated By: Dec 3, 2021, 06:16 PM IST
Viral: ফুচকা বিক্রি করে ভাইরাল! তবে শুধু খাবারের জন্য নয়, নেটদুনিয়া মজে তাঁর ইংরাজিতে
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে একজন ফুচকা বিক্রেতা ইংরেজিতে কথা বলছেন এবং দেদার বিকোচ্ছে ফুচকা। রাহুল নামেই চেনে কানপুরের এই ফুচকা বিক্রেতাকে। একটি মুরলি চাট দোকানের মালিক রাহুল এবং তিনি একজন স্নাতক। এতটা পড়াশোনা করার পর কেউ ফুচকা বিক্রি করছে এমনটা সচরাচর শোনা যায় না।

তবে এই বিক্রেতা ফুচকা বিক্রি করে গর্বিত। নিজের ইচ্ছেতেই কাজটি করে থাকেন তিনি। এই  ভিডিওটি ইনস্টাগ্রামে ফুড ব্লগার গৌরব ওয়াসান তাঁর অফিসিয়াল পেজে পোস্ট করেন। এটি ইতিমধ্যে ৩ লক্ষেরও বেশি ভিউ হয়েছে এই ভিডিওতে  এবং ৩০,০০০ বারের বেশি লাইক।

আরও পড়ুন, আপনি শনিদোষে ভুগছেন? আপনাকে উদ্ধার করতে পারে এই Shani Amavasya

এই ভাইরাল হওয়া ক্লিপে রাহুলকে গোলগাপ্পা, দই ভল্লা ইত্যাদির মতো মুখে জল আনা খাবার তৈরি করতে এবং ইংরেজি বলতে দেখা যায়। তাতেই মজে নেটদুনিয়া। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)