দু’পাশে আড়াই ফুট দূরেই পাহাড়! খুব সাবধানে করিন্থ খাল পার হল বিশাল জাহাজ!

অসাধারণ দক্ষতায় জাহাজ নিয়ে গিয়ে রেকর্ড করলেন ব্রেমার ক্রুজের ক্যাপ্টেনরা। দেখুন সেই ভিডিয়ো...

Edited By: সুদীপ দে | Updated By: Oct 15, 2019, 12:56 PM IST
দু’পাশে আড়াই ফুট দূরেই পাহাড়! খুব সাবধানে করিন্থ খাল পার হল বিশাল জাহাজ!

নিজস্ব প্রতিবেদন: জাহাজের প্রস্থ ২২.৫ মিটার। খালের প্রস্থ ২৪ মিটার। সেই অল্প স্থানের মধ্যে দিয়েই পার হল বিশাল ক্রুজ জাহাজ। অল্প একটু নয়, প্রায় ৬.৩ কিলোমিটার খালের মধ্য দিয়ে সরু কোরিন্থ খালের মধ্যে দিয়ে অসাধারণ দক্ষতায় জাহাজ নিয়ে গিয়ে রেকর্ড করলেন ব্রেমার ক্রুজের ক্যাপ্টেনরা।

পেলোপনিসকে গ্রিসের মূল অংশ থেকে বিচ্ছিন্ন করে করিন্থ খাল। খালের দুই পাশে উঁচু পাথুরে অঞ্চল। জলের রঙ উজ্জ্বল নীল। সেখান দিয়েই প্রায় ১,২০০ যাত্রী নিয়ে পার হল ২৪,০০০ টনের ব্রেইমার জাহাজ। ক্রুজ সংস্থাটি এই অসাধ্য সাধনের একটি ভিডিয়োও পোস্ট করেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই অসাধারণ ভিডিয়ো। ভিডিয়োয় দেখা যাচ্ছে কিভাবে সরু খালের মধ্য দিয়ে পার হচ্ছে সুবিশাল জাহাজ। ইউটিউবে প্রায় ৭ লক্ষ বার দেখা হয়েছে এই ভিডিয়ো।

আরও পড়ুন: পর্যটকদের জিপের পেছনে হঠাৎ তেড়ে এল সিংহ! তারপর...

ক্রুজ সংস্থার এক কর্তা বলেন, "এটি ফ্রেড অলসেন জাহাজ সংস্থার ১৭১ বছরের ইতিহাসে একটি মাইলস্টোন। জাহাজের যাত্রীরা এক অবিস্মরণীয় অভিজ্ঞতার সাক্ষী থাকবেন।"

.