'দুনিয়ার সবচেয়ে কুত্‍‌সিত মহিলার' মৃত্যু

গোটা দুনিয়াকে তাঁকে চেনে দুনিয়ার সবচেয়ে কুত্‍‌সিত মহিলা হিসেবে। তিনি নিজে কুত্‍‌সিত কথাটাকে নিজের ব্যবহার, গুণ দিয়ে সুন্দর করে তুলেছিলেন। অ্যানি উড নামের সেই মহিলা ৬৮ বছর বয়সে মারা গেলেন। একবার, দুবার নয় মোট ২৮ বার তিনি দুনিয়ার সবচেয়ে কুত্‍‌সিত মহিলার খেতাব জিতেছেন।

Updated By: Apr 2, 2015, 02:30 PM IST
'দুনিয়ার সবচেয়ে কুত্‍‌সিত মহিলার' মৃত্যু

ওয়েব ডেস্ক: গোটা দুনিয়াকে তাঁকে চেনে দুনিয়ার সবচেয়ে কুত্‍‌সিত মহিলা হিসেবে। তিনি নিজে কুত্‍‌সিত কথাটাকে নিজের ব্যবহার, গুণ দিয়ে সুন্দর করে তুলেছিলেন। অ্যানি উড নামের সেই মহিলা ৬৮ বছর বয়সে মারা গেলেন। একবার, দুবার নয় মোট ২৮ বার তিনি দুনিয়ার সবচেয়ে কুত্‍‌সিত মহিলার খেতাব জিতেছেন।

'ওয়ার্ল্ড গার্নিং কম্পিটিশন' বা বিশ্ব অসুন্দর প্রতিযোগিতায় শিরোপা জেতাটা তিনি অভ্যাসে পরিণত করে ফেলেছিলেন। কী অবাক করা কথা বাকি দুনিয়ার আম জনতা যখন কুত্‍‌সিত শব্দটা এড়িয় চলে, সুন্দর হওয়ার জন্য নিজের জীবনটা ছাড়া বাকি সব দিতে রাজি থাকে, তখন তিনি একেবারে উল্টো পথে হেঁটে অসুন্দরের জয়গান গেয়েছেন। ১৯৭৭ সালে প্রথমবার তিনি এই প্রতিযোগিতায় অংশ নিয়ে খেতাব জেতেন। কুত্‍‌সিত মহিলা ছিলেন বেশ জনপ্রিয়। তাঁর ব্যবহার মানুষের মন জয় করে নিত।

.