‘কংগ্রেস ৬০ বছরে ১৩ কোটি, এনডিএ মাত্র ৪ বছরে ১০ কোটি’
রান্নার গ্যাসের সংযোগ দেওয়া নিয়ে কংগ্রেসকে নিশানা করলেন মোদী
নিজস্ব প্রতিবেদন: উজ্জ্বলা যোজনার সাফল্যের কথা তুলে ধরতে গিয়ে কংগ্রেসকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সোমবার উজ্জ্বলা যোজনায় এলপিজি গ্রাহকদের সঙ্গে কথা বলছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, এলপিজি এসে প্রথাগত রান্নার উনুন থেকে মুক্তি পেয়েছেন মায়েরা। একসময়ে এলপিজি যেখানে ধনীদের প্রতীক ছিল তা এখন সাধারণ মানুষের নাগালে।
Till 2014, 13 crore families got LPG connection. This means, for over six decades the figure stood at 13 crore. It was mostly the rich people who got LPG connections. In the last 4 years, 10 crore new connections have been added and the poor benefited: PM Modi pic.twitter.com/zhAFOgPpkD
— ANI (@ANI) May 28, 2018
অারও পড়ুন-রাজনৈতিক দলগুলি আরটিআই আইনের আওতার বাইরে, জানাল নির্বাচন কমিশন
প্রধানমন্ত্রী দাবি করেন, দেশের ৮১ শতাংশ ঘরে বর্তমানে এলপিজি পৌঁছে গিয়েছে। বাকী পরিবারগুলিতে শীঘ্রই তা দিয়ে দেওয়া হবে। শুধুমাত্র উজ্জবলা যোজনাতেই দেশের ৩.৮ কোটি পরিবারকে রান্নার গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে।
এখানেই থেমে থাকেননি প্রধানমন্ত্রী। রান্নার গ্যাসের সংযোগ দেওয়া নিয়ে তিনি দলিত তাসও খেলে দিলেন। তিনি বসেন, রান্নার গ্যাসের সংযোগ যারা পেয়েছেন তাদরে মধ্যে ৪৫ শতাংশই দলিত-উপজাতি পরিবার। ইউপিএ আমনে দেশে ৪৪৫টি পেট্রল পাম্পের মালিক ছিলেন দলিত। এনডিএর আমালে সেই সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১২০০। এলপিজি সরবারহের কাজ করছে ১৩০০ পরিবার।
আরও পড়ুন-জামিনের আবেদন নাকচ, ৮ জুন পর্যন্ত জেল হেফাজত আরাবুলের
কংগ্রেসকে নিশানা করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেস গত ৬০ বছরে দেশে মোট ১৩ কোটি পারিবারে রান্নার গ্যাসের সংযোগ দিয়েছে। আর সেখানে এনডিএ আমলে মাত্র ৪ বছরেই ১০ কোটি সংযোগ দেওয়া হয়েছে।