কানপুরে বিষ মদ খেয়ে মৃত ১০, ক্ষতিপূরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর
গত ২৪ ঘণ্টায় কানপুরের মাতৌলি, মঘাইপুরা ও বনওয়ারপুরে বিষ মদ খেয়ে মৃত্যু হয়েছে ১০ জনের। পুলিস জানিয়েছে, রাজ্যজুড়ে একটি বিশেষ ব্র্যান্ডের দেশি মদ বিক্রি হয়।
নিজস্ব প্রতিবেদন : কানপুরে বিষ মদ কাণ্ডে এবার মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ইতিমধ্যেই এই ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিস। তাদের জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজে তল্লাসিও শুরু হয়েছে। বিষ মদ কাণ্ডে এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন ১৬ জন।
আরও পড়ুন- কর্ণাটক নয়, এবার মোদী-শাহ'র নজর তেলেঙ্গানা ও পশ্চিমবঙ্গের দিকে
গত ২৪ ঘণ্টায় কানপুরের মাতৌলি, মঘাইপুরা ও বনওয়ারপুরে বিষ মদ খেয়ে মৃত্যু হয়েছে ১০ জনের। পুলিস জানিয়েছে, রাজ্যজুড়ে একটি বিশেষ ব্র্যান্ডের দেশি মদ বিক্রি হয়। সেই ব্র্যাডের নাম ভাঙিয়েই তৈরি হয়েছিল এই বিষ মদ। ইতিমধ্যেই বেশ কয়েকটি এলাকায় তল্লাসি চালিয়েছে পুলিস। একটি উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী।