সড়ক নির্মাণে বাধা দিতে মহারাষ্ট্রে মাওবাদী হামলায় হত ১০ পুলিস কর্মী
রাস্তা নির্মাণে বাধা দিতে পুলিসের উপরে হামলা চালাল মাওবাদীরা।
নিজস্ব প্রতিবেদন: মহারাষ্ট্রের গাডচিরোলি জেলায় মাওবাদী হামলায় প্রাণ হারালেন ১০জন পুলিস কর্মী। পুলিসের গাড়িকে নিশানা করে মাওবাদীরা। আইইডি বিস্ফোরণে উড়ে যায় গাড়ি।
গাড়িতে ছিলেন পুলিসের কুইক রেসপন্স দলের ১৬জন কর্মী। কুড়খেডা থেকে যাচ্ছিলেন তাঁরা। জাম্বোরখেডা ও লেন্ডহারির মাঝে ঘটে বিস্ফোরণ। মৃত্যু হয়েছে অন্তত ১০জন পুলিস কর্মীর। এরপরই মাওবাদীদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিস। দুপক্ষের মধ্যে চলছে গুলির লড়াই।
#UPDATE Exchange of fire underway between Police and Naxals at the site of blast in Gadchiroli, Maharashtra. https://t.co/KB3rT3Gdna
— ANI (@ANI) May 1, 2019
এদিন সকালে রাস্তা নির্মাণের জন্য আনা ২৭টি মেশিন জ্বালিয়ে দেয় নকশালরা। গত ১১ এপ্রিল আধা সেনা ও মাওবাদীদের গুলির লড়াইয়ে উতপ্ত হয়ে উঠেছিল গাডচিরোলি। চলতি বছরের জানুয়ারেই কুরখেডা, কোরচি ও পোটেগাঁওয়ে গ্রামের গাড়িগুলি জ্বালিয়ে দিয়েছিল মাওবাদীরা।
আরও পড়ুন- গরম মানুষকে উন্মাদ করে দিয়েছে, বাংলা ছাড়া কোথাও অশান্তি নেই, মুনমুনকে খোঁচা স্বস্তিকার