মুম্বইতে রঙ থেকে বিষক্রিয়ায় ১ শিশুর মৃত্যু, অসুস্থ শতাধিক

মুম্বইয়ে দোলের রঙ থেকে বিষক্রিয়ার জেরে মৃত্যু হল এক শিশুর। এই ঘটনায় গুরুতর অসুস্থ শতাধিক শিশু ও কিশোরের চিকিত্‍সা চলছে শহরের বিভিন্ন হাসপাতালে।

Updated By: Mar 8, 2012, 06:15 PM IST

মুম্বইয়ে দোলের রঙ থেকে বিষক্রিয়ার জেরে মৃত্যু হল এক শিশুর। এই ঘটনায় গুরুতর অসুস্থ শতাধিক শিশু ও কিশোরের চিকিত্‍সা চলছে শহরের বিভিন্ন হাসপাতালে। ধারাভি, শাস্ত্রীনগর ও সিওন এলাকা থেকে এই মারণ-রঙ সংক্রমণের খবর মিলেছে। অসুস্থের সংখ্যা ১৪০ জনেরও বেশি। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।
অভিযোগ, হোলি খেলার পরই স্থানীয় শিশু-কিশোরদের শরীরের বিভিন্ন অংশে অ্যালার্জি বেরোতে থাকে। গোটা গা ফুলে যায়। অভিযোগ, একটি বিশেষ নীল রঙ থেকে এই বিষক্রিয়া ছড়ায়। বেশিরভাগে অসুস্থকে সিওন এলাকার লোকমায়া তিলক মিউনিসিপ্যাল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে কোনও দোকানে নয়, রাস্তার ওপর ফুটপাথেই বিক্রি হচ্ছিল এই  মারণ রঙ। ঘটনার পরই বিভিন্ন দোকানে হানা দিয়ে বাজেয়াপ্ত করা হয় রঙগুলিকে। সংগৃহীত নীল রঙের নমুণা ফরেন্সিক পরীক্ষাগারে পাঠিয়েছে মুম্বই পুলিস।

.