আজ ১২০ তম নেতাজি জন্মবার্ষিকী

আজ তেইশে জানুয়ারি। ব্রিটিশের বিরুদ্ধে আপোসহীন সংগ্রামের ডাক দিয়েছিলেন যিনি, সেই নাছোড় স্বাধীনতা সংগ্রামীর একশো কুড়িতম জন্মবার্ষিকী। বাঙালিকে এই দিনটির মাহাত্ম্য নতুন করে মনে করানোর প্রয়োজন নেই।

Updated By: Jan 23, 2017, 12:37 PM IST
আজ ১২০ তম নেতাজি জন্মবার্ষিকী

ওয়েব ডেস্ক: আজ তেইশে জানুয়ারি। ব্রিটিশের বিরুদ্ধে আপোসহীন সংগ্রামের ডাক দিয়েছিলেন যিনি, সেই নাছোড় স্বাধীনতা সংগ্রামীর একশো কুড়িতম জন্মবার্ষিকী। বাঙালিকে এই দিনটির মাহাত্ম্য নতুন করে মনে করানোর প্রয়োজন নেই।

ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রাণপুরুষ নেতাজী সুভাষ চন্দ্র বসুর অসম সাহসী বৈপ্লবিক কর্মকাণ্ডকে বিভিন্নভাবে স্মরণ করা হয়ে থাকে। কিন্তু ২৪ ঘন্টা ডট কমের পাঠকদের জন্য আজ রইল এক অন্য রকম ব্যবস্থা। নেতাজি বাংলা ভাষায় বক্তৃতা দিচ্ছেন এমনই একটা ভিডিও রয়েছে আপনাদের জন্য। এই বক্তৃতায় সর্দার বল্লভ ভাই প্যাটেল এবং মহাত্মা গান্ধীর মতো ব্যক্তিত্বদের নামও উঠে এসেছে নেতাজির মুখে। এবার দেখে নিন সেই ভিডিওটি-

 

আরও পড়ুন- 'নিম্ন মানের' পঠনপাঠনের অভিযোগে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে মামলা ভারতীয় বংশোদ্ভুত ছাত্রের

.