রাষ্ট্রপতির ভাষণ বয়কট করবে ১৬ বিরোধী দল

কৃষিবিল নিয়ে কেন্দ্রীয় সরকারের মনোভাবের বিরোধিতায় এই সিদ্ধান্ত।

Updated By: Jan 28, 2021, 04:25 PM IST
রাষ্ট্রপতির ভাষণ বয়কট করবে ১৬ বিরোধী দল

নিজস্ব প্রতিবেদন: কৃষকেরাই যেন এক অলিখিত ঐক্য তৈরি করে দিল দেশের বিরোধীদলগুলির মধ্যে। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে একজোট হল বিরোধীরা। 

প্রসঙ্গত, প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ (President Ram Nath Kovind) আগামীকাল, ২৯ জানুয়ারি শুক্রবার সংসদের দুই কক্ষেই বাজেট সেশন (budget session) শুরু হওয়ার আগে ভাষণ দেবেন। এই ভাষণই বয়কট করবে বিরোধীরা।

কৃষি আইন প্রত্যাহারের জন্য সরকারের ওপর চাপ বজায় রাখতে ১৬টি বিরোধীদল একযোগে সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ বয়কট (boycotting President's Address) করবে বলে জানালেন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ (Ghulam Nabhi Azad)। প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে যে হিংসা হয়েছে, তাতে সরকারের ভূমিকা কী ছিল, সেই নিয়ে তদন্তের দাবি রাজ্যসভায় বিরোধী দলনেতার।

Also Read: 'প্যান্টের জিপ খুলে যৌনাঙ্গ দেখানো যৌন নির্যাতন নয়', বম্বে হাইকোর্টের রায়ে বিতর্ক অব্যাহত

কংগ্রেসের দাবি, কৃষকদের আন্দোলন দুর্বল করার জন্যই একশ্রেণির বিক্ষোভকারীদের সঙ্গে ষড়যন্ত্র করে সরকার। তার জেরেই লালকেল্লা কাণ্ড। গুলাম নবি আজাদ বলেন, সংসদে কৃষি বিল নিয়ে আলোচনার সুযোগই দেয়নি সরকার। তার আগেই জবরদস্তি করে বিলগুলি পাশ করানো হয়। এরই বিপক্ষে এই প্রতিবাদ।

Also Read: 'দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে,' প্রধানমন্ত্রী মোদীর পদত্যাগ চাইলেন Mamata

.