ভারতে ইসলামাবাদের গুপ্তচর হিসেবে কাজ করছে পাক হাইকমিশনের ১৬জন কর্মী

ভারতে ইসলামাবাদের গুপ্তচর হিসেবে কাজ করছে পাক হাইকমিশনের আরও ১৬জন কর্মী। দিল্লি পুলিস এবং গোয়েন্দা সংস্থাগুলির যৌথ জেরায় তাঁদের নামও জানিয়েছে চরবৃত্তির অভিযোগে বহিষ্কৃত পাক দূতাবাস কর্মী মেহমুদ আখতর। তারা নিয়মিত বিভিন্ন গুপ্তচর মারফত সীমান্তে সেনাবাহিনী এবং BSF মোতায়েন সংক্রান্ত বহু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করত। সেই সব নথি তুলে দেওয়া হত পাক গুপ্তচর সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স-এর হাতে। কূটনৈতিক রক্ষাকবচ থাকায় পুলিস আখতারকে গ্রেফতার করতে পারেনি। তবে পাক দূতাবাস কর্মীর বয়ান খতিয়ে দেখছেন গোয়েন্দারা। তার দেওয়া তথ্য সত্যি প্রমানিত হলে, বিষয়টি লিখিত ভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে জানাবে দিল্লি পুলিস।

Updated By: Nov 2, 2016, 09:30 AM IST
ভারতে ইসলামাবাদের গুপ্তচর হিসেবে কাজ করছে পাক হাইকমিশনের ১৬জন কর্মী

ওয়েব ডেস্ক: ভারতে ইসলামাবাদের গুপ্তচর হিসেবে কাজ করছে পাক হাইকমিশনের আরও ১৬জন কর্মী। দিল্লি পুলিস এবং গোয়েন্দা সংস্থাগুলির যৌথ জেরায় তাঁদের নামও জানিয়েছে চরবৃত্তির অভিযোগে বহিষ্কৃত পাক দূতাবাস কর্মী মেহমুদ আখতর। তারা নিয়মিত বিভিন্ন গুপ্তচর মারফত সীমান্তে সেনাবাহিনী এবং BSF মোতায়েন সংক্রান্ত বহু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করত। সেই সব নথি তুলে দেওয়া হত পাক গুপ্তচর সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স-এর হাতে। কূটনৈতিক রক্ষাকবচ থাকায় পুলিস আখতারকে গ্রেফতার করতে পারেনি। তবে পাক দূতাবাস কর্মীর বয়ান খতিয়ে দেখছেন গোয়েন্দারা। তার দেওয়া তথ্য সত্যি প্রমানিত হলে, বিষয়টি লিখিত ভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে জানাবে দিল্লি পুলিস।

আরও পড়ুন এই ১০ বোন যদি ওই ১০ জনকে ভাইফোঁটা দিতেন তাহলে পৃথিবীতে মুষলধারায় শান্তি আসতো!

আরও পড়ুন আনপ্রেডিক্টেবল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

.