ঘুরতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় বিপাশা নদীতে তলিয়ে গেলেন ২৪ ছাত্র- ছাত্রী
হিমাচল প্রদেশে বিপাশা নদীতে মর্মান্তিক দুর্ঘটনা। লরজি জলবিদ্যুত্ প্রকল্প থেকে জল ছাড়ার ফলে বিপাশা নদীতে তলিয়ে গেলেন ২৪ জন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছাত্রী। আজ সকালে তল্লাসি শুরুর পর উদ্ধার হয়েছে বেশ কয়েকজনের দেহ।
হিমাচল প্রদেশে বিপাশা নদীতে মর্মান্তিক দুর্ঘটনা। লরজি জলবিদ্যুত্ প্রকল্প থেকে জল ছাড়ার ফলে বিপাশা নদীতে তলিয়ে গেলেন ২৪ জন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছাত্রী। আজ সকালে তল্লাসি শুরুর পর উদ্ধার হয়েছে বেশ কয়েকজনের দেহ।
মান্ডি থেকে চল্লিস কিলোমিটার দূরে মানালি-কিরাটপুর হাইওয়েতে রবিবার বিকেলে নদী তীরে দাঁড়িয়ে ছবি তুলছিলেন হায়দরাবাদ থেকে হিমাচলে ঘুরতে যাওয়া ছাত্রছাত্রীরা।
সে সময়ই জলের তোড়ে ভেসে যান আঠারোজন ছাত্র এবং ছজন ছাত্রী। ঘটনার পর শুরু হয় তল্লাসি অভিযান। কিন্তু অন্ধকার হয়ে যাওয়ায় খুব বেশিক্ষণ তল্লাসি চালানো সম্ভব হয়নি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের নির্দেশে ঘটনাস্থলে পাঠানো হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দুটি দল। বিপর্যয় মোকাবিলা বাহিনীর দলে রয়েছে ডুবুরিও।