সিয়াচেনে ধস নেমে মৃত ৬, নিখোঁজ ১

লাদাখের ভারত-পাকিস্তান সীমান্তে সিয়াচেন হিমবাহে ধস নেমে মারা গেলেন ৬ ভারতীয় সেনা জওয়ান। নিখোঁজ আরও একজন। আজ সিয়াচেনের অদূরেই হানিফ সাব-সেক্টরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

Updated By: Dec 16, 2012, 08:43 PM IST

লাদাখের ভারত-পাকিস্তান সীমান্তে সিয়াচেন হিমবাহে ধস নেমে মারা গেলেন ৬ ভারতীয় সেনা জওয়ান। নিখোঁজ আরও একজন। আজ সিয়াচেনের অদূরেই হানিফ সাব-সেক্টরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
কারাকোরাম পর্বতমালার অন্তর্গত সিয়াচেন হিমবাহ পৃথিবীর সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র। সীমানার দুই ধারে ভারত এবং পাকিস্তান উভয় দেশেরই সেনা ছাউনি রয়েছে। এই দুই সেনা ছাউনি নিয়ে বিতর্ক বহুদিনের। অসহনীয় ঠান্ডা আর অতন্ত দূর্গম পরিবেশে দিনের পর দিন কাটাতে হয় উভয় দেশের সেনাদেরই। বিভিন্ন মহল থেকে বারবার দাবি উঠেছে এই দুই সেনা ঘাঁটির অবলুপ্তির জন্য। এই নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে বহুবার আলোচনাও হয়েছে। কিন্তু ফলপ্রসূ হয়নি কোনবারই।
চলতি বছরের জুন মাসেও সিয়াচেন নিয়ে ইসলামাবাদে আলোচনায় বসেছিল দুই প্রতিবেশী দেশ। কিন্তু উভয়ই নিজেদের অবস্থানে অনড় থাকায় ব্যর্থ হয় সেই আলোচনাও। আজকের ঘটনা হয়ত আবার করে ভাবাবে দুই দেশের সরকারকেই।

.