Building Slab Collapsed: আবাসনের স্ল্যাব ভেঙে চাপা পড়ে মৃত ৭, অনেকের আটকে থাকার আশঙ্কা

উদ্ধারকার্যে দমকল ও NDRF

Updated By: May 29, 2021, 09:12 AM IST
Building Slab Collapsed: আবাসনের স্ল্যাব ভেঙে চাপা পড়ে মৃত ৭, অনেকের আটকে থাকার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদন: মর্মান্তিক দুর্ঘটনা। আবাসনের স্ল্যাব ভেঙে (Building Slab Collapsed) মৃত্যু হল ৭ জনের। ৪ থেকে ৫ জনের স্ল্যাবের নীচে আটকে থাকা আশঙ্কা। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানের (Thane) উল্লাসনগরে। স্থানীয় পুর কর্পোরেশনের আধিকারিকরা জানিয়েছেন, শুক্রবার রাত সাড়ে ৯টা নাগাদ নেহরু চকে পাঁচতলা বাড়ির স্ল্যাব আচমকতাই ভেঙে গ্রাউন্ড ফ্লোরে এসে পড়ে। ধব্বংসস্তূপের নীচে আটকে পড়েন ৮-৯ জন।

আরও পড়ুন: New IT Rules 2021: আংশিক সম্মতি জানাল Facebook, Whatsapp, দোলাচলে Twitter

উল্লাসনগর দমকল বিভাগের কর্মীরা ও এনডিআরএফের (NDRF) একটি দল সেখানে উদ্ধারকার্যে পৌঁছয়। সাত জনকে মৃত অবস্থায় সেখান থেকে উদ্ধার করা হয়। যদিও কতজন ভেতরে আটকে রয়েছেন তা নিয়ে এখনই স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। সম্প্রতি গত ১৫ই মে তেই উল্লাসনগরেই মোহিনী প্যালেস নামে আরও একটি আবাসন ভেঙে পড়েছিল। ঘটনায় ১২ বছরের এক শিশু সহ ৫ জন মারা গিয়েছিলেন।

আরও পড়ুন:  বড় সিদ্ধান্ত কেন্দ্রের, Covid সংক্রান্ত পণ্য আমদানিতে GST ছাড়

.