হাড়কাঁপানো ঠাণ্ডায় উত্তর ভারত মৃত ৭৬

হাড়কাঁপানো ঠাণ্ডায় কাবু গোটা উত্তর ভারত। প্রচণ্ড ঠাণ্ডায় এ পর্যন্ত ৭৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে উত্তরপ্রদেশেই মৃত্যু হয়েছে ৪৫ জনের। উত্তরপ্রদেশের পাশাপাশি শীতে কাবু মধ্য এবং উত্তর-পশ্চিম ভারতও। শীতের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কুয়াশা

Updated By: Dec 21, 2011, 09:45 AM IST

হাড়কাঁপানো ঠাণ্ডায় কাবু গোটা উত্তর ভারত। প্রচণ্ড ঠাণ্ডায় এ পর্যন্ত ৭৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে উত্তরপ্রদেশেই মৃত্যু হয়েছে ৪৫ জনের। উত্তরপ্রদেশের পাশাপাশি শীতে কাবু মধ্য এবং উত্তর-পশ্চিম ভারতও। শীতের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কুয়াশা। দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা কোনওভাবেই ৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠতে পারছে না। রাজধানীতে আজ সকালে দৃশ্যমানতা রয়েছে শূন্যের কাছাকাছি। পঞ্চাব, হরিয়ানার বিভিন্ন প্রান্তে সর্বনিম্ন তাপমাত্রা শূন্য ডিগ্গির কাছাকাছি ঘোরাফেরা করছে। ফলে, ওই সব এলাকায় বাড়ছে মৃত্যুর সংখ্যাও। আর কাশ্মীর উপত্যকা পুরোপুরি ঢাকা পড়েছে বরফের চাদরে। শ্রীনগরেই তাপমাত্রা নেমে গিয়েছে হিমাঙ্কের নীচে। গুলমার্গ, পহেলগামের মতো পর্যটন কেন্দ্রগুলির তাপমাত্রা শূন্যের প্রায় ৬ ডিগ্রি নীচে।

.