শরদের বাড়িতে বৈঠকে CPM, CPI, AAP, TMC-সহ ৮ দল; রাজনৈতিক নয়, দাবি মাজিদের

২০২৪ লোকসভা নির্বাচনে মোদী বিরোধী শক্তিশালী বিকল্প গড়তে তৎপর হয়েছে বিরোধীরা। সেই লক্ষ্যেই কি বৈঠক?

Updated By: Jun 22, 2021, 10:59 PM IST
শরদের বাড়িতে বৈঠকে CPM, CPI, AAP, TMC-সহ ৮ দল; রাজনৈতিক নয়, দাবি মাজিদের

নিজস্ব প্রতিবেদন: তৃতীয় ফ্রন্টের জল্পনা উস্কে মঙ্গলবার শরদ পাওয়ারের (Sharad Pawar) বাড়িতে বৈঠকে বসল ৮ বিরোধী দল। তার মধ্যে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস, অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি ও বামেরা। বৈঠক থেকে বেরিয়ে এনসিপি নেতা মাজিদ মেনন (Majeed Memon) অবশ্য দাবি করলেন, 'বৈঠকটি শরদ পাওয়ার ডাকেননি। যশবন্ত সিনহা উদ্যোক্তা। এটা রাজনৈতিক বৈঠক নয়।' বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য 'রাষ্ট্র মঞ্চ' নামে তাঁর সংগঠনের তরফে বৈঠকটি ডেকেছিলেন বলে জানান যশবন্ত (Yashwant Sinha)।     

মঙ্গলবার বৈঠকে উপস্থিত ছিলেন ন্যাশনাল কনফারেন্সের ওমর আবদুল্লা, আরএলডি-র জয়ন্ত চৌধুরী, সমাজবাদী পার্টির ঘনশ্যাম তিওয়ারি, আপ নেতা সুশীল গুপ্তা, সিপিআই নেতা বিনয় বিশ্বম ও সিপিএম নেতা নীলোৎপল বসু প্রমুখ। মাজিদের সুরেই নীলোৎপল (Nilotpal Basu) সংবাদ মাধ্যমে জানান,'এটা রাজনৈতিক বৈঠক নয়। সমমনোভাবাপন্ন মানুষদের মধ্যে কথা হয়েছে। কোভিড মোকাবিলা, বিভিন্ন প্রতিষ্ঠানে হস্তক্ষেপ ও বেকারত্বের মতো বিষয় আলোচনায় এসেছে।'   

কংগ্রেস ও বিজেপিকে বাদ দিয়ে শরদ পাওয়াররা (Sharad Pawar) তৃতীয় বিকল্পের ভাবনাচিন্তা করছেন বলে জল্পনা ছড়ায় সংবাদ মাধ্যমে। তা উড়িয়ে দিয়েছেন মাজিদ মেনন (Majeed Memon)। মহারাষ্ট্রে কংগ্রেস তাদের জোটসঙ্গী। স্বাভাবিকভাবে এ দিন কংগ্রেসের কোনও প্রতিনিধি থাকায় প্রশ্ন উঠেছে। মেননের কথায়,'কংগ্রেসকে বাদ দিয়ে তৃতীয় ফ্রন্ট নিয়ে আলোচনার খবর একেবারে মিথ্যা। কোনও বৈষম্য করা হয়নি। সমমনোভাবের মানুষদের ডাকা হয়েছিল। আমরা কংগ্রেস নেতাদের আমন্ত্রণ করেছিলাম। বিবেক তানহা, মনীশ তিওয়ারি, অভিষেক মনু সিঙ্ঘভি, শত্রুঘ্ন সিনহাদের ডাকা হয়েছিল। তাঁরা কেউ আসেননি।'   

২০২৪ লোকসভা নির্বাচনে মোদী বিরোধী শক্তিশালী বিকল্প গড়তে তৎপর হয়েছে বিরোধীরা। যদিও এ দিনের বৈঠক যতটা আলোচিত ততটাও গুরুত্বপূর্ণ নয় বলে খবর। শরদের ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছের, বৈঠকে কাদের আমন্ত্রণ জানানো হবে তাতে পাওয়ার বা এনসিপি-র কোনও হাত নেই। ভোট কৌশলী প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠকের পর শরদ বৈঠক ডেকেছেন বলে জল্পনা শুরু হয়েছিল। তবে পিকে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন,'তৃতীয় বা চতুর্থ বিকল্প করে শাসক দলকে কঠিন চ্যালেঞ্জে ফেলা যাবে বলে আমি বিশ্বাস করি না। তৃতীয় ফ্রন্ট পরীক্ষিত এবং সেকেলে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তা বেমানান।'     

রাজনীতির লোকেরা ছাড়াও এ দিনের বৈঠকে ছিলেন প্রাক্তন বিচারপতি এপি শাহ, প্রাক্তন রাষ্ট্রদূত কেসি সিং ও গীতিকার জাভেদ আখতার। আমন্ত্রণ পেয়েও আসেননি বর্ষীয়ান আইনজীবী কেটিএস তুলসী, প্রাক্তন নির্বাচন কমিশনার ওয়াইএস কুরেশি ও আইনজীবী কলিন গঞ্জালভেজ।

আরও পড়ুুন- পিএসি চেয়ারম্যান কে? নাম জেনে ১০ কমিটির তালিকা, স্পিকারকে জানাল BJP

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.