কলকাতার পথে ভারতে ঢুকেছিল রোহিঙ্গা, ধরা পড়ল ৭ বছর পর

 ২০০৯-১০ সালে কলকাতা থেকে রাজস্থানে গিয়েছিল রোহিঙ্গা অনুপ্রবেশকারী

Updated By: Nov 11, 2017, 04:02 PM IST
কলকাতার পথে ভারতে ঢুকেছিল রোহিঙ্গা, ধরা পড়ল ৭ বছর পর

নিজস্ব প্রতিবেদন: অবৈধভাবে ভারতে থাকার অভিযোগে মায়ানমারের রোহিঙ্গাকে গ্রেফতার করল রাজস্থান পুলিস। রাজস্থানের আজমেঢ় দরগার এলাকায় সাত বছর ধরে থাকছিল সে। ভুয়ো নথি দিয়ে আধার কার্ডও বানিয়ে ফেলেছিল আমানুল্লা নামে ওই রোহিঙ্গা। 

পুলিস জানিয়েছে, ২০০৯-১০ সালে কলকাতা থেকে রাজস্থানে গিয়েছিল সে। তখন থেকে পরিবার নিয়ে এদেশেই থাকছিল। তার কাছ থেকে শরণার্থী কার্ডও উদ্ধার হয়েছে। আমানুল্লার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করছে রাজস্থান পুলিস। 

পুলিস সূত্রে খবর, স্থানীয় এক তরুণীকে বিয়ে করেছিল আমানুল্লা। পরিবার নিয়ে থাকছিল সে। তবে ঘরোয়া বিবাদে জড়িয় পড়ার পর তাকে জেরা করে পুলিস। তখনই আসল পরিচয় প্রকাশ্যে চলে আসে। ভুয়ো নথি দিয়ে আধার কার্ডও বানিয়ে নিয়েছিল ওই ব্যক্তি। 

আরও পড়ুন, জিএসটি-র হার নিয়ে বেফাঁস মন্তব্য রাহুলের, বিপাকে কংগ্রেস

.