আমিরের অসহিষ্ণুতা নিয়ে মন্তব্যের পরই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সমালোচনার ঝড়

এবার আমির খানের সঙ্গে সরাসরি সংঘাতের পথে অনুপম খের। অসহিষ্ণুতা প্রসঙ্গে মুখ খোলায় এবার আমির খানকে সম্বোধন করেই তাঁর টুইট ঘিরে বিতর্ক। কাল অসহিষ্ণুতা নিয়ে মুখ খোলেন আমির খান। আর তারপরেই একের পর এক টুইটে আমিরকে তীব্র আক্রমণ অনুপম খেরের।

Updated By: Nov 24, 2015, 02:23 PM IST
আমিরের অসহিষ্ণুতা নিয়ে মন্তব্যের পরই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সমালোচনার ঝড়

ওয়েব ডেস্ক: এবার আমির খানের সঙ্গে সরাসরি সংঘাতের পথে অনুপম খের। অসহিষ্ণুতা প্রসঙ্গে মুখ খোলায় এবার আমির খানকে সম্বোধন করেই তাঁর টুইট ঘিরে বিতর্ক। কাল অসহিষ্ণুতা নিয়ে মুখ খোলেন আমির খান। আর তারপরেই একের পর এক টুইটে আমিরকে তীব্র আক্রমণ অনুপম খেরের।

প্রথম টুইটে প্রিয় আমির বলে সম্বোধন করে তিনি লেখেন, তিনি  কি কিরণকে জিজ্ঞাসা করেছেন কোন দেশে যেতে চান? তিনি কি  বলেছন কোন দেশ তাঁকে  আমির খান বানিয়েছে? দ্বিতীয় টুইটে অনুপমের প্রশ্ন, আমির খান কি  কিরণকে জানিয়েছেন যে এর থেকেও খারাপ পরিস্থিতিতে তিনি কখনও দেশ ছাড়ার কথা ভাবেননি? তৃতীয় টুইটে  অবশ্য আমির খানের পেশাগত প্রসঙ্গ তুলে কটাক্ষ করতেও ছাড়েননি অনুপম খের।

 

কেন্দ্রীয় পর্যটনের মুখ আমির খানকে তাঁর প্রশ্ন, 'INCREDIBLE INDIA' তাঁর কাছে কবে থেকে 'INTOLERANT INDIA' হয়ে গেল? গত ৭-৮ মাসে?
চতুর্থ টুইটে অনুপমের মন্তব্য, যদি মেনেই নেওয়া হয় যে ভারত অসহিষ্ণু দেশ তবে কোটি কোটি দেশবাসীকে কী পরামর্শ দেবেন অমির? দেশ ছাড়ার পরামর্শ? নাকি পালাবদলের অপেক্ষা?

 

অনিল কুমার লিখেছেন, খুব হতাশাজন ও দুর্ভাগ্যজনক যে,ভারতে বসেই অর্থ ও খ্যাতিলাভের পর ভারতকেই অপমান করতে ছাড়ছেন না  অভিনেতা। এস রঙ্গনাথন টুইট করেছেন, আমির খান এখন দেশ-বিরোধীদের নতুন বন্ধু। অশোক পন্ডিতের প্রশ্ন, গুজরাত দাঙ্গার জন্য এখন মোদীকে দুষছেন আমির খান।তাহলে প্রধানমন্ত্রী হওয়ার পর কেন মোদীর সঙ্গে দেখা করেছিলেন আমির? টুইটে তীব্র কটাক্ষের শিকার কিরণ রাও-ও। ডিজাইন ব্যানডিট প্রোফাইল থেকে লেখা হয়েছে তবে কি এবার আমির খানের স্ত্রীই দেশে অসহিষ্ণুতার মাপার নয়া যন্ত্র? তাঁর পেটেন্টশিপ নেওয়া উচিত্। অসহিষ্ণুতার ইস্যুতে মুখে খুলে এখন লাগাতার টুইটবিদ্ধ আমির খান।

.