কাল সরকার গড়ার দাবি জানাবে আপ, শীলার দিল্লিতে মুখ্যমন্ত্রী হতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল

ভোটের আগে যে কথাটা কেউ একবারও ভাবেননি। সেটাই হতে চলেছে। দিল্লির মসনদে বসতে চলেছেন এমন একজন যিনি এর আগে কোনওদিন রাজনীতি করেননি। ভোটের আগে যাকে সেভাবে ধর্তব্যেও আনেননি দুদে রাজনীতিবিদরা। সেই অরবিন্দ কেজিরওয়াল আগামীকাল দিল্লিতে সরকার গড়ার দাবি নিয়ে যাচ্ছেন লেফটেন্যান্ট গভর্ণরের কাছে।

Updated By: Dec 22, 2013, 07:41 PM IST

------------------------------------------------------------------------------
ভোটের আগে যে কথাটা কেউ একবারও ভাবেননি। সেটাই হতে চলেছে। দিল্লির মসনদে বসতে চলেছেন এমন একজন যিনি এর আগে কোনওদিন রাজনীতি করেননি। ভোটের আগে যাকে সেভাবে ধর্তব্যেও আনেননি দুদে রাজনীতিবিদরা। সেই অরবিন্দ কেজিরওয়াল আগামীকাল দিল্লিতে সরকার গড়ার দাবি নিয়ে যাচ্ছেন লেফটেন্যান্ট গভর্ণরের কাছে।

আম আদমির দিল্লির মসনদে বসা এখন শুধু সময়ের অপেক্ষা। রবিবার এনিয়ে স্পষ্ট ইঙ্গিত দিলেন এএপি নেতা অরবিন্দ কেজরিওয়াল। বললেন, এবারে তাঁরা কাজ করে দেখাবেন। তবে কি দিল্লির মুখ্যমন্ত্রী তিনিই হচ্ছে? সেই প্রশ্নের উত্তর এড়িয়ে কেজরিওয়াল জানিয়েছেন,সিদ্ধান্ত নেবেন আপের বিধায়করা। সোমবার আনুষ্ঠানিক ঘোষণার পর লেফটেন্যান্ট গভর্ণরের সঙ্গে দেখা করে তাঁরা সরকার গড়ার দাবি জানাবে বলে মনে করা হচ্ছে।

দুদিন ধরে বিভিন্ন সভায় আম জনতা সরকার গড়ার পক্ষেই রায় দিয়েছে বলে দাবি করেছেন আপ নেতা মণীশ সিশোদিয়া। আজও কখনও পেট্রোল পাম্পে গিয়ে, কখনও সভা করে দিল্লির আম জনতার মতামত শোনেন কেজরিওয়াল। কেজরিওয়ালের হুঁশিয়ারি, সরকার গড়লে কংগ্রেস বিজেপির দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তাঁরা।

.