আনুষ্ঠানিক বৈঠক হয়নি, অরুণ জেটলির বক্তব্য মেনে নিলেন মালিয়া

সঙ্গে অর্থমন্ত্রী এ ও বলেন, 'সংসদের অলিন্দে বিজয় মালিয়া আমাকে ব্যাংকগুলির সঙ্গে রফায় আসার প্রস্তাব দেন। আমি তাঁকে বলি, ব্যাংকেই তা জানান। কারণ ওর প্রস্তাব কতচা সত্ তা আমার জানা ছিল।'

Updated By: Sep 12, 2018, 09:22 PM IST
আনুষ্ঠানিক বৈঠক হয়নি, অরুণ জেটলির বক্তব্য মেনে নিলেন মালিয়া

নিজস্ব প্রতিবেদন: অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে তাঁর যে কোনও আনুষ্ঠানিক বৈঠক হয়নি তা মেনে নিলেন বিজয় মালিয়া। বুধবার লন্ডনে তিনি জানান, অর্থমন্ত্রীর সঙ্গে আমার সংসদে দেখা হয়েছিল। আমি তাঁকে জানিয়েছিলাম আমি লন্ডন রওনা হচ্ছি, তবে ব্যাংকগুলির সঙ্গে সমঝোতায় আসতে চাই। 

বুধবার বিকেলে বিজয় মালিয়ার বক্তব্য নিয়ে দেশজুড়ে তোলপাড় পড়ে। লন্ডনে বিজয় মালিয়া জানান, দেশ ছাড়ার আগে অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে বৈঠক হয়েছিল তাঁর। এর কয়েক ঘণ্টার মধ্যেই বিবৃতি জারি করে জেটলি জানান, মালিয়ার বক্তব্য তথ্যগতভাবে ভুল। ২০১৪ সাল থেকে কোনও দিন বিজয় মালিয়ার সঙ্গে কোনও আনুষ্ঠানিক বৈঠক করেননি তিনি। 

দেশ ছাড়ার আগে অরুণ জেটলির সঙ্গে সাক্ষাত্ করছিলেন মালিয়া! বিস্ফোরক দাবি লিকার ব্যারনের

 

সঙ্গে অর্থমন্ত্রী এ ও বলেন, 'সংসদের অলিন্দে বিজয় মালিয়া আমাকে ব্যাংকগুলির সঙ্গে রফায় আসার প্রস্তাব দেন। আমি তাঁকে বলি, ব্যাংকেই তা জানান। কারণ ওর প্রস্তাব কতচা সত্ তা আমার জানা ছিল।'

জেটলি জানান, রাজ্যসভার সাংসদ হওয়ার অবৈধ সুবিধা নিয়ে তাঁর সঙ্গে দেখা করেছিলেন বিজয় মালিয়া। রাজ্যসভা থেকে নিজের কক্ষে যাচ্ছিলেন অর্থমন্ত্রী। তখনই পিছন থেকে তাঁকে তাড়া করে ধরেন বিজয় মালিয়া। মালিয়া বলেন, আমি ব্যাঙ্কগুলির সঙ্গে রফা করতে চাই। মালিয়া এর আগেও যে এরকম প্রস্তাব দিয়ে শেষ পর্যন্ত শর্ত পালন করেননি তা আমার জানা ছিল। তাই মালিয়াকে জেটলি বলি, আমাকে এসব বলে লাভ নেই যা বলার ব্যাঙ্ককে বলুন। 

 

মিথ্যে বলছে মালিয়া, বিবৃতি জারি করে বললেন অর্থমন্ত্রী অরুণ জেটলি

দিনের শেষে জেটলির সেই দাবি মেনে নিলেন বিজয় মালিয়া।  

 

.