অগ্নিকাণ্ডের পর বেআইনি কাঠামো ভাঙতে অভিযান বৃহন্মুম্বই পুরসভার

অগ্নিকাণ্ডের পর সম্বিত্ ফিরল বৃহন্মুম্বই পুরসভার। 

Updated By: Dec 30, 2017, 03:35 PM IST
অগ্নিকাণ্ডের পর বেআইনি কাঠামো ভাঙতে অভিযান বৃহন্মুম্বই পুরসভার

নিজস্ব প্রতিবেদন: চোর পালালে বুদ্ধি বাড়ে! কমলা মিলস কমপ্লেক্সে বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর নড়েচড়ে বসল বৃহন্মুম্বই পুরসভা। শনিবার সকাল ওই লোয়ার প্যারেলে বেআইনি কাঠামো ভাঙালেন পুরকর্মীরা। রাস্তার উপরে দোকান, প্রসারিত অংশ, এমনকী গাছের টবও ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সকালে দু'টি দলে ভাগ হয়ে অভিযান চালান পুরকর্মীরা।  

বৃহস্পতিবার লোয়ার প্যারেলের কমলা কমপ্লেক্সে এক রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যু হয়। তাঁদের মধ্যে ২৯ বছরের খুশবু বনশালি সেদিন নিজের ২৯তম জন্মদিন উদযাপন করছিলেন। অভিযোগ, ওই কমপ্লেক্সে অগ্নিনির্বাপণের বিধি মানা হয়নি। বেআইনি কাঠামোও গজিয়ে উঠেছিল। সব জেনেও চোখ বন্ধ রেখেছিল পুরসভা। এর পিছনে প্রভাবশালী রাজনীতিকদের হাত রয়েছে বলেও অভিযোগ ওঠে। কমপ্লেক্স সংলগ্ন রেস্তোরাঁর হুকোর কয়লা থেকে বা সুরাপরিবেশকরা খেলা দেখানোর সময় আগুন লেগে থাকতে পারে বলে দাবি স্থানীয়দের। কীভাবে আগুল লাগল, তা জানতে তদন্ত চলছে।

আরও পড়ুন- গুজরাটে সঙ্কটে বিজেপি, দল ছাড়ার হুঁশিয়ারি উপমুখ্যমন্ত্রী নীতিন পটেলের 

শুক্রবার রাত সাড়ে বারোটা নাগাদ কমলা মিলসের ছাদের রেস্তোরাঁয় আগুন লাগে। রেস্তোরাঁর মালিক হৃতেশ সাংভি, জিগার সাংভি ও অভিজিত্ মানকাকে গ্রেফতার করেছে মুম্বই পুলিস।    

   

.