আগ্রায় জোর করে হিন্দু ধর্মে গণধর্মান্তকরণের মূল হোতা অভিযুক্ত বাল্মিকী গ্রেফতার
মঙ্গলবার সকালে আগ্রায় ধর্মান্তকরণ মামলায় অভিযুক্ত নন্দ কিশোর বাল্মিকীকে গ্রেফতার করল পুলিস। ধৃতের ছেলেকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিস।
আগ্রা: মঙ্গলবার সকালে আগ্রায় ধর্মান্তকরণ মামলায় অভিযুক্ত নন্দ কিশোর বাল্মিকীকে গ্রেফতার করল পুলিস। ধৃতের ছেলেকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিস।
গত ৮ ডিসেম্বর আগ্রার কাবাদ বস্তি অঞ্চলে হিন্দু ধর্মে গণধর্মান্তকরণ প্রক্রিয়ার পিছনে মূল হোতা ছিলেন এই বাল্মিকী। আগ্রার সদর পুলিস স্টেশনে তাঁর নামে এফআইআর দায়ের করে 'ঠেকেদার' নামের এক ইসলামিক সংগঠন। কাবাদ বস্তির ৫০টি মুসলিম পরিবারকে জোর করে হিন্দু ধর্মে ধর্মান্তকরণের অভিযোগ দায়ের হয় তাঁর বিরুদ্ধে।
আরএসএস উদ্দ্যোগ্যে প্রায় ২০০জন ওই দিন ধর্মান্তরিত হয়।
বজরং দল ও ধর্ম জাগরণ মঞ্চের পক্ষ থেকে লাগাতার দাবি করা হয় এই গণধর্মান্তকরণ প্রক্রিয়ায় যারা অংশগ্রহণ করেছিলেন বহু বছর আগে নাকি তারা হিন্দুই ছিলেন।
৯ ডিসেম্বর, ধর্মান্তরিত পরিবারগুলি বাল্মিকীর বিরুদ্ধে ভয় আর লোভ দেখিয়ে ধর্মান্তকরণে বাধ্য করার অভিযোগ আনে।
বাল্মিকীর বিরুদ্ধে ভারতীয় পেনাল কোডের ১৫৩(বি) ও ৪১৫ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে আজ সাংবাদিক সম্মেলন করে বিস্তারির জানাবেন আগ্রা পুলিসের এসএসপি।