লকডাউন! মানুষের বিরক্তি কাটাতে পেশাদার গায়ক এনে জলসার আয়োজন করল পুলিস

মানসিক চাপ থেকে কিছুটা হলেও সাধারন মানুষ যাতে নিস্তার পায় তাই এই ব্যবস্থা। 

Updated By: Apr 4, 2020, 12:32 PM IST
লকডাউন! মানুষের বিরক্তি কাটাতে পেশাদার গায়ক এনে জলসার আয়োজন করল পুলিস

নিজস্ব প্রতিবেদন— সারা দেশ বর্তমানে এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বর্তমানে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৩০০০ এর কাছাকাছি। এই কারণে দেশবাসীর সুরক্ষার কথা মাথায় রেখে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। দেশের প্রতিটি মানুষই গৃহবন্দি। বাড়ছে বিরক্তি। তাই এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে একটু আনন্দ দেওয়ার জন্য সারপ্রাইজ দিল আমেদাবাদের পুলিশ। আমেদাবাদে একটি আবাসনের নিচে একজন স্থানীয় গায়ককে এনে অনুষ্ঠান আয়োজন করা হয় পুলিসের তরফে। পুলিসের আয়োজিত এই অনুষ্ঠানের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেই গায়ককে উৎসাহিত করার জন্য স্থানীয় বাসিন্দারা নিজেদের সাধ্য মত চেষ্টাও চালিয়ে গিয়েছেন। 

আরও পড়ুন—  ভিনরাজ্যে যাওয়া শ্রমিকদের বেতন দেওয়ার নির্দেশ চেয়ে পিটিশন, কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের

এই অনুষ্ঠানটি পুরোপুরি আমেদাবাদের ভাস্ত্রাপুর পুলিসের উদ্যোগে হয়েছে। এছাড়াও এই দিনের অনুষ্ঠানে যেমন স্থানীয় গায়ক ছিলেন, তেমনই স্পিকার মাউন্ট ও ডিজে গাড়িও ভাড়া করা হয়েছিল। এই প্রসঙ্গে ভাস্ত্রাপুর থানার পুলিশ ইন্সপেক্টর মনোহরসিন জাদেজা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, করোনাভাইরাসের কারণে গৃহবন্দী সাধারণ মানুষ। স্বাভাবিকভাবে প্রত্যেকেই মানসিক চাপ অনুভব করছে। যাতে এই মানসিক চাপ থেকে কিছুটা হলেও সাধারন মানুষ যাতে নিস্তার পায় তাই এই ব্যবস্থা। গুজরাট পুলিশও এই ধরনের একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। যেখানে তারা প্রতিটি বিল্ডিংয়ের সামনে গিয়ে 'হাম হোঙ্গে কামিয়াব' গানটি গেয়ে সাধারণ মানুষের মনের জোর বাড়ানোর চেষ্টা করেছিলেন। শুধু যে আমেদাবাদ, গুজরাট নয়, কলকাতা পুলিশের উদ্যোগেও গড়িয়াহাটে এই ধরনের অনুষ্ঠান আয়োজনের দৃষ্টান্ত দেখা গিয়েছে। আপতকালীন অবস্থায় পুলিসের এমন মানবিক ভূমিকার প্রশংসা করেছে সাধারণ মানুষ। 

.