সাংবাদিকদের রাস্তার কুকুরের সঙ্গে তুলনা, বরখাস্ত এআইএডিএমকে আইটি সেলের প্রধান

পদ খুইয়ে এখন প্রবল চাপে পড়ে ‌গিয়েছেন প্রভাকরণ। বাধ্য হয়েই পাল্টা ট্যুইট করেন তিনি। প্রভাকরণ লেখেন, ট্যুইটারে ‌যে মন্তব্য করেছি তা একান্তই ব্যক্তিগত। এর সঙ্গে দলের কোনও সং‌যোগ নেই  

Updated By: May 28, 2018, 04:03 PM IST
সাংবাদিকদের রাস্তার কুকুরের সঙ্গে তুলনা, বরখাস্ত এআইএডিএমকে আইটি সেলের প্রধান

নিজস্ব প্রতিবেদন: ‌যাঁর দায়িত্ব জনসং‌যোগ রক্ষা তিনিই বেফাঁস মন্তব্য করে বসলেন। শাস্তিস্বরূপ, সোমবার দলের আইটি সেলের প্রধানকে বরখাস্ত করল এআইএডিএমকে।

সোমবার সকালে এআইএডিএমকে আইটি সেলের প্রধান হরি প্রভাকরণ একটি ট্যুইট করেন। সেখানে তিনি সাংবাদিকদের কুকুরের সঙ্গে তুলনা করে বসেন। এতেই তোলপাড় শুরু হয়ে ‌যায় সোশ্যাল মিডিয়া ও সংবাদ মাধ্যমে।

আরও পড়ুন-স্বামীর বন্ধুর সঙ্গে প্রেম, সম্পর্কের কাঁটা সরাতে চরম পদক্ষেপ স্ত্রীর

এদিন তুতিকেরিনে পুলিসের গুলিতে আহতের দেখতে ‌যানে তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী ও পনিরসেলভম। সেই সময় হাসপাতালে কোনও সংবাদ মাধ্যমকে ‌যেতে দেওয়া হয়নি। এনিয়ে সমালোচনা শুরু হয়ে ‌যায়।

মন্ত্রীর হাসপাতালে ‌যাওয়ার পরই হরি প্রভাকরণ তাঁর বিস্ফোরক ট্যুইটটি করে বসেন। সেখানে তিনি লেখেন, ‘উপমুখ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শনের সময়ে সেখানে কারও ছবি বা ভিডিও তোলার অনুমতি নেই। রাস্তার কুকুর ‌যারা বিস্কুটের জন্য জন্য ঘেউ ঘেউ করবে তাদের ভেতরে ‌যেতে দেওয়ার পরিবর্তে গেটেই বেঁধে রাখা হবে।’

আরও পড়ুন-ফুলপুর-গোরক্ষপুরের পর কৈরানা, উপনির্বাচনে আজ বড় পরীক্ষার মুখে বিজেপি

পদ খুইয়ে এখন প্রবল চাপে পড়ে ‌গিয়েছেন প্রভাকরণ। বাধ্য হয়েই পাল্টা ট্যুইট করেন তিনি। প্রভাকরণ লেখেন, ‘ট্যুইটারে ‌যে মন্তব্য করেছি তা একান্তই ব্যক্তিগত। এর সঙ্গে দলের কোনও সং‌যোগ নেই। দলের কোনও মন্তব্যের দায় দলের নয়। কারও বিরুদ্ধে আমার কোনও ক্ষোভ নেই। আমার ট্যুইটে ‌যদি কেউ আঘাত পেয়ে থাকেন তার জন্য ক্ষমাপ্রার্থী।’

.