সিগারেটের বর্ধিত দামের রাজস্ব থেকে আসবে AIIMS তৈরির খরচ

এবারের বাজেটে সিগেরেটের দাম বাড়ানোর কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। এরফলে যে অতিরিক্ত রাজস্ব আয় হবে, তার পরিমাণ বছরে তিন হাজার কোটি টাকা। অর্থ মন্ত্রকের দাবি, ৬ বছরে রাজকোষে আসবে অতিরিক্ত ১৮ হাজার কোটি টাকা।

Updated By: Jul 16, 2014, 11:02 AM IST

এবারের বাজেটে সিগেরেটের দাম বাড়ানোর কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। এরফলে যে অতিরিক্ত রাজস্ব আয় হবে, তার পরিমাণ বছরে তিন হাজার কোটি টাকা। অর্থ মন্ত্রকের দাবি, ৬ বছরে রাজকোষে আসবে অতিরিক্ত ১৮ হাজার কোটি টাকা।

সেই টাকায় কমপক্ষে চারটে নতুন AIIMS তৈরি করা যাবে। কারণ কেন্দ্রীয় অর্থমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী প্রতিটি AIIMS নির্মাণের আনুমানিক খরচ ৪ হাজার ৫০০ কোটি টাকা।

কেন্দ্রীয় বাজেটে প্রথম দফায় অন্ধ্রপ্রেদেশ, পশ্চিমবঙ্গ, বিদর্ভ ও পূর্বাঞ্চলে ৪টি নতুন AIIMS তৈরির ঘোষণা করেন অর্থমন্ত্রী। সেই খাতে বরাদ্দ করা হয়েছে ৫০০ কোটি টাকা। অন্যদিকে, হিমাচল প্রদেশ, পঞ্জাব, বিহার, ওড়িশা ও মহারাষ্ট্রে ৫টি নতুন আইআইএম তৈরির ঘোষণা করেন তিনি।

.