বায়ুসেনা দিবসে আকাশ তোলপাড় করলেন বালাকোটে অভিযানকারী অফিসাররা, দেখুন
মঙ্গলবার হিণ্ডন ঘাঁটি থেকে আকাশে মিগ ২১ বাইসন ফাইটার জেট ওড়ান উইং কমান্ডার অভিনন্দন বর্তমান
নিজস্ব প্রতিবেদন: বায়ুসেনার ৮৭তম প্রতিষ্টা দিবসে গাজিয়াবাদের হিণ্ডন বায়ুসেনা ঘাঁটিতে কসরত দেখাল একাধিক ফাইটার জেট। ঘাঁটি থেকে আকাশে ওড়ে মিরেজ ২০০০, মিগ ২১ বাইসন, সুখোই ৩০ ফাইটার জেট। বিভিন্ন ধরনের কসরত দেখায় চিনুক কপ্টার।
মঙ্গলবার হিণ্ডন ঘাঁটি থেকে আকাশে মিগ ২১ বাইসন ফাইটার জেট ওড়ান উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। এই বাইসনের হামলাতেই ধ্বংস হয়েছিল পাকিস্তানের এফ ১৬ যুদ্ধ বিমান। বায়ুসেনার প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বিশেষ সম্মান জানানো হয় বালাকোটে অভিযানে অংশগ্রহণকারী স্কোয়াড্রনকে।
#WATCH Ghaziabad: Indian Air Force officers who participated in Balakot airstrike, fly 3 Mirage 2000 aircraft & 2 Su-30MKI fighter aircraft in ‘Avenger formation’, at Hindon Air Base during the event on #AirForceDay today.
— ANI UP (@ANINewsUP) October 8, 2019
#WATCH Ghaziabad: Wing Commander #AbhinandanVarthaman leads a 'MiG formation' and flies a MiG Bison Aircraft at Hindon Air Base on #AirForceDay today.
— ANI UP (@ANINewsUP) October 8, 2019
Ghaziabad: Aircraft of Indian Air Force fly at Hindon Air Base during the event on #AirForceDay today. Wing Commander #AbhinandanVarthaman flew a MiG Bison Aircraft, 3 Mirage 2000 aircraft & 2 Su-30MKI fighter aircraft were also flown by pilots who took part in Balakot air strike
— ANI UP (@ANINewsUP) October 8, 2019
এদিন বালাকোট অভিযানে অংশগ্রহণকারী বায়ুসেনার অফিসাররা আকাশে ওড়ান ৩টি মিরেজ ২০০০ ও ২টি সুখোই এমকেআই যুদ্ধবিমান। আকাশে ‘অভেঞ্জ ফরমেশন’ তৈরি করেন তাঁরা। বালাকোটের জঙ্গি শিবিরে অভিযানে বিশেষ ভূমিকা ছিল স্কোয়াড্রন লিডার মিন্তা আগরওয়ালের ৬০১ নম্বর সিগন্যাল ইউনিটের। সম্মান জানানো হল ওই ইউনিটকে।
উল্লেখ্য, আজই ফ্রান্স থেকে প্রথম রাফাল ফাইটার জেট হাতে পাচ্ছে ভারত। গতকালই সেখানে পৌঁছে গিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেখানে তিনি ‘শস্ত্র পুজো’ করে ওই যুদ্ধবিমান আনুষ্ঠানিকভাবে হাতে নেবেন।
আরও পড়ুন-বিজয়া দশমী কোন 'বিজয়'কে চিহ্নিত করে? জেনে নিন আজকের দিনের তাত্পর্য
বায়ুসেনা দিবস উপলক্ষ্যে বায়ুসেনাকে শুভেচ্ছা জানিয়েছেন নির্মলা সীতারমন। তিনি টুইট করেছেন, বালাকোটে আপনাদের সাফল্য দেশকে চমকে দিয়েছে। ভবিষ্যতে আপনাদের সাফল্য কামনা করি।
#AFDay2019 : Promo video on the occasion of 87th Anniversary of Indian Air Force.
Watch the full video on : https://t.co/WyGyVrcXZy#AFDay19
— Indian Air Force (@IAF_MCC) October 5, 2019
Sincere and heart-felt greetings to the @IAF_MCC on their 87th anniversary. Your recent successful operation in Balakot overwhelmed all Indians. Professionalism, great leadership, and excellence are your hallmark. Wishing you every success in the future too.
— Nirmala Sitharaman (@nsitharaman) October 8, 2019
On Air Force Day, my heartiest greetings to all IAF personnel and their families. We salute you for serving and protecting the nation. Jai Hind
— Mamata Banerjee (@MamataOfficial) October 8, 2019
শুভেচ্ছে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। বায়ুসেনা দিবসে প্রত্যেক অফিসার ও তাদের পরিবারকে শুভেচ্ছা জানাচ্ছি। দেশকে যে ভাবে আপনারা রক্ষা করছেন তাকে স্যালুট করছি।