ইবোলা আক্রান্ত লাইবেরিয়া থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দেওয়া ১১২ জনের জন্য বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি

ইবোলা আক্রান্ত লাইবেরিয়া থেকে বিভিন্ন বিমানে ১১২ জন ভারতীয়র ফেরা নিয়ে মঙ্গলবার দিল্লি ও মুম্বই আন্তর্জাতিক বিমান বন্দরে সতর্কতা জারি করা হল।

Updated By: Aug 26, 2014, 10:41 AM IST
ইবোলা আক্রান্ত লাইবেরিয়া থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দেওয়া ১১২ জনের জন্য বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি

নতুন দিল্লি: ইবোলা আক্রান্ত লাইবেরিয়া থেকে বিভিন্ন বিমানে ১১২ জন ভারতীয়র ফেরা নিয়ে মঙ্গলবার দিল্লি ও মুম্বই আন্তর্জাতিক বিমান বন্দরে সতর্কতা জারি করা হল।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ইবোলা আক্রান্ত দেশগুলি থেকে ভারতীয় নাগরিকদের নিয়ে আসা বিমানগুলি বিমানবন্দরে পৌঁছালেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে।

মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরের তরফ থেকে জানানো হয়েছে ''প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী এই বিমানগুলি দূরবর্তী কোনও স্থানে নিয়ে গিয়ে সমস্ত যাত্রীদের পরীক্ষা করা হবে।''

এই পরীক্ষার পর ইবোলার উপসর্গহীন যাত্রীদের টার্মিনালে নিয়ে যাওয়া হবে। যাদের মধ্যে ইবোলার বিন্দুমাত্র উপসর্গ দেখা যাবে তাদের তৎক্ষণাৎ মনোনীত হাসপাতালে অ্যাম্বুলেন্সে করে পৌঁছে দেওয়া হবে।

 

 

.