ভয় পেয়েই কি ধরনায় বসেছিলেন মমতা? খোঁচা অমিতের
মমতার চ্যালেঞ্জ যে হেলায় উড়িয়ে দেওয়া যাবে না, বিলক্ষণ বুঝেছেন মোদীর সেনাপতি।
নিজস্ব প্রতিবেদন: আলিগড়ের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ অমিত শাহের। কাকে বাঁচাতে ধরনায় বসেছেন মমতা? ভয় পেয়েই কি ধরনায়? প্রশ্ন ছুড়লেন বিজেপি সভাপতি। সিবিআই লেলিয়ে মমতাকে রোখা যাবে না। ভোটের পরে মোদী-অমিত শাহ বুঝবেন কত ধানে কত চাল। পাল্টা তৃণমূলের।
আরও পড়ুন: মোদীর সভার আগেই জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের অনুমোদন
এককাট্টা বিরোধী শিবির। কোমর বেঁধে ময়দানে নামলেন বিজেপি সভাপতি। আলিগড়ের সভা থেকে একের পর এক আক্রমণ শানালেন। কখনও কটাক্ষ করলেন, কখনও সোজা চ্যালেঞ্জ। রামমন্দির থেকে মমতার ধরনা, ছাড়লেন না কিছুই।
মমতার চ্যালেঞ্জ যে হেলায় উড়িয়ে দেওয়া যাবে না, বিলক্ষণ বুঝেছেন মোদীর সেনাপতি। সুদূর উত্তরপ্রদেশের মঞ্চে দাঁড়িয়েও মমতাকেই তোপ দাগলেন। আদিত্যনাথের সভা বানচাল করছেন, মোদীর সভার জন্য ছোট মাঠ দিচ্ছেন। মমতা কী ভয় পেয়েছেন? কটাক্ষ অমিতের। পাল্টা জবাব দিয়েছে ঘাসফুল শিবিরও। দুর্নীতির অভিযোগে দুষেছেন অমিত শাহ-নরেন্দ্র মোদীকে।
আরও পড়ুন: সমকামী সম্পর্কে ‘না’ বলাতেই খুন. মাধ্যমিক পরীক্ষার্থীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্যকর তথ্য
সুপ্রিম কোর্টে এখনও ঝুলে রামমন্দির মামলা। তবে গো-বলয়ের মন জিততে এদিনও সেই রামনামেই আস্থা রাখলেন অমিত। দিল্লির মসনদে বসতে গেলে, উত্তরপ্রদেশ পাখির চোখ। সেখানে বুয়া-ভাতিজার জোট তো ছিলই। ময়দানে রাজীবতনয়া প্রিয়াঙ্কা। বিরোধীদের সাঁড়াশি আক্রমণের মুখে পাল্টা চ্যালেঞ্জ অমিত শাহর। সব মিলিয়ে প্রচারযুদ্ধ জমজমাট।