Sanjay Raut: ইডির হাতে গ্রেফতার রাউতের বিরুদ্ধে এফআইআর সাক্ষী স্বপ্না পাটকরের

এর আগে রবিবার, রাউতকে গ্রেফতার করে ইডি। মুম্বইয়ের পাত্র চাউলের ​​পুনর্নির্মাণ এবং তার স্ত্রী এবং অন্যান্যদের সঙ্গে জড়িত লেনদেনের ক্ষেত্রে একটি মানি লন্ডারিং মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) অভিযান চালায় তাঁর বাড়িতে। এর পরে গ্রেফতার করা হয় তাঁকে। সঞ্জয় রাউতের ভাই সুনীল রাউত দাবি করেছেন যে রবিবার শেষ বেলায় তাঁর ভাইকে ইডি গ্রেফতার করেছে। রাউতের গ্রেফতারের কোথা জানিয়ে তাঁর ভাই সুনীল বলেছেন যে সোমবার তাকে আদালতে হাজির করা হবে।

Updated By: Aug 1, 2022, 10:20 AM IST
Sanjay Raut: ইডির হাতে গ্রেফতার রাউতের বিরুদ্ধে এফআইআর সাক্ষী স্বপ্না পাটকরের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের বিপাকে শিবসেনা নেতা সঞ্জয় রাউত। রবিবার মুম্বই পুলিশ সঞ্জয় রাউতের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ইতিমধ্যেই তদন্ত করছে একটি মানি লন্ডারিং মামলার। সেখানে অভিযুক্ত সঞ্জয়। একজন মহিলা সাক্ষী অভিযোগ করেছেন যে তাকে শিবসেনা সাংসদ তাঁকে হুমকি দিয়েছেন। সাক্ষী স্বপ্না পাটকর ভাকোলা থানায় এক মহিলার শ্লীলতাহানির অভিযোগে সঞ্জয় রাউতের বিরুদ্ধে এফআইআর করা হয়।

ওই মহিলা জানিয়েছেন তাঁকে ধর্ষণ এবং হত্যার হুমকি দেওয়া হয়। তিনি জানিয়েছেন গত ১৫ জুলাই একটি কাগজে টাইপ করে তাঁকে হুমকি দেওয়া হয়। সেই কাগজটি একটি সংবাদপত্রের মধ্যে ঢুকিয়ে তাঁকে পাঠানো হয়। এরপরেই তিনি পুলিশের কাছে যান বলে জানানো হয়েছে পুলিসের তরফে। সম্প্রতি একটি অডিও ক্লিপও প্রকাশিত হয়েছে। সেখানে দেখা গিয়েছে একজন পুরুষ কন্ঠস্বর একজন মহিলাকে অশ্লীল ভাষায় হুমকি দিচ্ছেন।

আধিকারিকরা জানিয়েছেন শনিবার, ভারতীয় দণ্ডবিধির ৫০৭ ধারায় একটি নন-কগনিজেবল (এনসি) মামলা নথিভুক্ত করা হয়েছে। এটিই রবিবার এফআইআরে রূপান্তরিত হয়।

পুলিস রাউতের বিরুদ্ধে ভারতিয় দণ্ডবিধির ৫০৪ ধারা (শান্তি ভঙ্গ করার উদ্দেশ্যে অপমান), ৫০৬ (ভীতি প্রদর্শনের জন্য শাস্তি), এবং ৫০৯ (একজন মহিলার শালীনতা অবমাননা করার উদ্দেশ্যে) ধারায় মামলা করেছে।

মানি লন্ডারিং মামলার সাক্ষী স্বপ্না পাটকর রবিবার পুলিসের কাছে তার বয়ান নথিভুক্ত করেছেন। পুলিসের আধিকারিক জানিয়েছেন স্বপ্নার অনুরোধ অনুযায়ী তাকে নিরাপত্তা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Jharkhand MLAs Arrested: ঝাড়খণ্ডে সরকার ফেলার চক্রান্ত! হাওড়ায় ৩ বিধায়ক গ্রেফতারে জড়াল হিমন্ত বিশ্বশর্মার নাম

এর আগে রবিবার, রাউতকে গ্রেফতার করে ইডি। মুম্বইয়ের পাত্র চাউলের ​​পুনর্নির্মাণ এবং তার স্ত্রী এবং অন্যান্যদের সঙ্গে জড়িত লেনদেনের ক্ষেত্রে একটি মানি লন্ডারিং মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) অভিযান চালায় তাঁর বাড়িতে। এর পরে গ্রেফতার করা হয় তাঁকে। সঞ্জয় রাউতের ভাই সুনীল রাউত দাবি করেছেন যে রবিবার শেষ বেলায় তাঁর ভাইকে ইডি গ্রেফতার করেছে। রাউতের গ্রেফতারের কোথা জানিয়ে তাঁর ভাই সুনীল বলেছেন যে সোমবার তাকে আদালতে হাজির করা হবে।

সারাদিনব্যাপী অভিযানের সময়, ইডি আধিকারিকরা রাউতের বাসভবন থেকে ১১.৫০ লক্ষ টাকা হিসাব বহির্ভুত নগদ বাজেয়াপ্ত করে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.