তাজমহলের ভিতরে নেই হিন্দু মূর্তি, আরটিআই-এর উত্তর গোখলেকে

আরটিআই-তে গোখলে দুটি প্রশ্ন করেন। তিনি জিজ্ঞেস করেন এএসআই রেকর্ড অনুসারে, তাজমহলকে কখনও "হিন্দু মন্দির" হিসাবে রেকর্ড করা হয়েছে কিনা এবং এটি "তেজো মহল" নামে একই স্থানে অন্য একটি কাঠামোর উপর নির্মিত কিনা। একই সঙ্গে তিনি আরও জিজ্ঞেস করেন এএসআই-এর রেকর্ড অনুসারে, তাজমহলের ভিতরে হিন্দু দেব-দেবীর মূর্তি সম্বলিত "বন্ধ ঘর" আছে কিনা।

Updated By: Jul 2, 2022, 06:10 PM IST
তাজমহলের ভিতরে নেই হিন্দু মূর্তি, আরটিআই-এর উত্তর গোখলেকে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে আরটিআই অ্যাক্টিভিস্ট সাকেত গোখলের আরটিআই-এর জবাব দিল সরকার। তাজমহল নিয়ে আরটিআই করেন গোখলে।

তাজমহলকে ঘিরে বিতর্কের মাঝেই, তৃণমূল কংগ্রেস মুখপাত্র সাকেত গোখলে ভারতের প্রত্নতাত্ত্বিক সার্ভে সংস্থার (ASI) কাছে এই স্মৃতিস্তম্ভের ইতিহাস সম্পর্কে তথ্য চেয়েছেন। 

আরটিআই-তে গোখলে দুটি প্রশ্ন করেন। তিনি জিজ্ঞেস করেন এএসআই রেকর্ড অনুসারে, তাজমহলকে কখনও "হিন্দু মন্দির" হিসাবে রেকর্ড করা হয়েছে কিনা এবং এটি "তেজো মহল" নামে একই স্থানে অন্য একটি কাঠামোর উপর নির্মিত কিনা। একই সঙ্গে তিনি আরও জিজ্ঞেস করেন এএসআই-এর রেকর্ড অনুসারে, তাজমহলের ভিতরে হিন্দু দেব-দেবীর মূর্তি সম্বলিত "বন্ধ ঘর" আছে কিনা।

আরও পড়ুন: জামিনের আবেদন খারিজ জুবেরের, ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতা 

গোখলের আরটিআই-এর প্রথম প্রশ্নের উত্তরে জানানো হয়েছে তাজমহলকে কখনও হিন্দু মন্দির হিসেবে রেকর্ড করা হয়নি এবং "তেজো মহল" নামে কোনও হিন্দু মন্দিরের কাথামোর উপরে এর নির্মান করা হয়নি। 

এছাড়াও তাঁর দ্বিতীয় প্রশ্নের উত্তরে জানানো হয়েছে তাজমহলের ভিতরে হিন্দু দেব-দেবির মুর্তি রয়েছে এমন কোনও "বন্ধ ঘর" নেই।   

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.