পেরুমল মুরুগনের পর ফের ধর্মান্ধদের রোষে আর এক তামিল লেখক
পেরুমল মুরুগনের পর ধর্মান্ধদের রোষের কবলে পড়লেন আরও এক তামিল লেখক। উপন্যাসে কিছু 'মর্যাদাহানিকর' উধাহরণ ব্যবহার করার অভিযোগে কারুরে একটি নির্দিষ্ট ধর্মের কিছু ব্যক্তি হেনস্থা করল এক নতুন তামিল ঔপন্যাশিককে।
চেন্নাই: পেরুমল মুরুগনের পর ধর্মান্ধদের রোষের কবলে পড়লেন আরও এক তামিল লেখক। উপন্যাসে কিছু 'মর্যাদাহানিকর' উধাহরণ ব্যবহার করার অভিযোগে কারুরে একটি নির্দিষ্ট ধর্মের কিছু ব্যক্তি হেনস্থা করল এক নতুন তামিল ঔপন্যাশিককে।
তাঁর বই 'বালাচনন্দ্রন এনরা পেয়ারুম এনাক্কুনডু' (আমার আর এক নাম বালাচনন্দ্রন)-তে 'অবমানকর' কিছু কথা ব্যবহার করেছেন পুলিয়ুর মুরুগেসন, এই অভিযোগে তাঁর উপর চড়াও হয় স্থানীয় কিছু ব্যক্তি। তবে পুলিস দাবি করেছে, ঠিক আছেন মুরুগেসন।
একটি নির্দিষ্ট সম্প্রদায়ের কিছু ব্যক্তি রাস্তা অবরোধ করে এই বইটির উপর সরকারি নিষেধাজ্ঞার দাবি জানিয়েছে।
এর আগে আর এক বিখ্যাত তামিক লেখক পেরুমল মুরুগনও তামিলনাড়ুর তিরুচেনগোদেতে ধর্মান্ধদের রোষের শিকার হন।
নিজের লেখার জন্য ক্ষমা প্রার্থনায় বাধ্য করা হয় মুরুগনকে। তারপরেই মুরুগন ফেসবুকে ঘোষণা করেন ''মৃত্যু হয়েছে লেখক মুরুগনের।'' এর জেরেই সারা দেশে হৈচৈ পড়ে যায়। মত প্রকাশের স্বাধীনতার পক্ষে সওয়াল শুরু হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে।