Anubrata Mondal: দিল্লি হাইকোর্টে শুনানি স্থগিত, সাময়িক স্বস্তিতে অনুব্রত..

ব্যবধান মাস তিনেকের। গোরু পাচারকাণ্ডে এবার ইডির হাতে গ্রেফতার অনুব্রত মণ্ডল। 

Updated By: Dec 7, 2022, 07:19 PM IST
Anubrata Mondal: দিল্লি হাইকোর্টে শুনানি স্থগিত, সাময়িক স্বস্তিতে অনুব্রত..

জ্যোতির্ময় কর্মকার: গোরু পাচারকাণ্ডে সাময়িক স্বস্তিতে অনুব্রত মণ্ডল। দিল্লি হাইকোর্টে মামলার শুনানি স্থগিত। কতদিন? আগামী সোমবার পর্যন্ত। ফলে এখনই দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করা যাবে না কেষ্টকে।

গোরু পাচারকাণ্ডে আরও বিপাকে অনুব্রত। সিবিআইয়ের পর এবার তাঁকে গ্রেফতার করেছে ইডি।  ধৃতকে যখন দিল্লিতে নিয়ে যেতে আদালতে আবেদন করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা, তখন পাল্টা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অনুব্রত। বীরভূমের তৃণমূল নেতার হয়ে মামলা লড়ছেন কংগ্রেস নেতা, প্রাক্তনমন্ত্রী কপিল সিব্বল। সেই মামলার শুনানিই আগামী সোমবার পর্যন্ত স্থগিত হয়ে গেল।

এর আগে, গোরু পাচারকাণ্ডে যখনই নোটিশ পাঠানো হয়েছে, তখনই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে এড়িয়ে গিয়েছেন অনুব্রত। শেষপর্যন্ত ১১ অগস্ট বোলপুরের বাড়ি থেকেই কেষ্টকে গ্রেফতার করে সিবিআই। বীরভূম তৃণমূল জেলা সভাপতির ঠিকানা এখন আসানসোল সংশোধানাগার। ১৭ নভেম্বর আসানসোলে প্রথমে অনুব্রতকে জেরা করেন ইডি-র আধিকারিক, তারপর গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: Mamata Banerjee in Delhi: 'সংসদে বিপজ্জনক বিল আনা হচ্ছে', দিল্লিতে দলের বৈঠকের পর মমতা

এদিকে পঞ্চায়েত ভোটেরও আর বেশ দেরি নেই। অনুব্রতের উপস্থিতিতে বীরভূমে তৃণমূলের রণকৌশল কী হবে? ইতিমধ্য়েই জেলার নেতাদের সঙ্গে বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৈঠকে বীরভূমে অনুব্রতের উত্তরসূরি নিয়ে কোনও আলোচনা হয়নি। এখনই কাউকে দায়িত্ব দেওয়া হচ্ছে না। বরং পঞ্চায়েত ভোটে বীরভূমে কেষ্ট-ঘনিষ্ঠ চার নেতাকেই বাড়তি দায়িত্ব দিয়েছেন অভিষেক।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.