আরএসএস সদস্য হওয়ার আবেদন লাফিয়ে বাড়ল ২৮০ শতাংশ

সম্প্রতিক বিধানসভা নির্বাচনগুলিতে বিজেপির অপ্রত্যাশিত সাফল্যের পর রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) সদস্যপদ লাভ করার আবেদনের হার ২৮০ শতাংশ বেড়ে গেছে, এমনটাই দাবি 'হিন্দুস্তান টাইমসে' প্রকাশিত একটি প্রতিবেদনের। ওই প্রতিবেদনে অনুসারে, বর্তমান বছরের জানুয়ারি মাসে আরএসএসের সদ্য হওয়ার জন্য অনলাইন আবেদনের সংখ্যা ছিল ৭ হাজার ২৫৬। কিন্তু উত্তরপ্রদেশসহ অন্যান্য রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর মার্চ মাসে সেই আবেদনের সংখ্যা ২৭ হাজার ৮৭১। যদিও নাকপুরের আরএসএস সদর দফতর আবেদনের এই আকাশ ছোঁয়া বৃদ্ধিকে মোটেই বিজেপির নির্বাচনী সাফল্যের ফলাফল হিসাবে দেখতে নারাজ। (আরও পড়ুন-রাহুলের মামাবাড়ি যাওয়ার সিদ্ধান্ত আদতে 'গ্রীষ্ম্যকালীন পিকনিক', কটাক্ষ বিজেপির)

Updated By: Jun 14, 2017, 06:08 PM IST
আরএসএস সদস্য হওয়ার আবেদন লাফিয়ে বাড়ল ২৮০ শতাংশ

ওয়েব ডেস্ক: সম্প্রতিক বিধানসভা নির্বাচনগুলিতে বিজেপির অপ্রত্যাশিত সাফল্যের পর রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) সদস্যপদ লাভ করার আবেদনের হার ২৮০ শতাংশ বেড়ে গেছে, এমনটাই দাবি 'হিন্দুস্তান টাইমসে' প্রকাশিত একটি প্রতিবেদনের। ওই প্রতিবেদনে অনুসারে, বর্তমান বছরের জানুয়ারি মাসে আরএসএসের সদ্য হওয়ার জন্য অনলাইন আবেদনের সংখ্যা ছিল ৭ হাজার ২৫৬। কিন্তু উত্তরপ্রদেশসহ অন্যান্য রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর মার্চ মাসে সেই আবেদনের সংখ্যা ২৭ হাজার ৮৭১। যদিও নাকপুরের আরএসএস সদর দফতর আবেদনের এই আকাশ ছোঁয়া বৃদ্ধিকে মোটেই বিজেপির নির্বাচনী সাফল্যের ফলাফল হিসাবে দেখতে নারাজ। (আরও পড়ুন-রাহুলের মামাবাড়ি যাওয়ার সিদ্ধান্ত আদতে 'গ্রীষ্ম্যকালীন পিকনিক', কটাক্ষ বিজেপির)

.